• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০

চাঁদপুর শহরের গুহ ভবনে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শহরের আদালত পাড়ায় যথাযোগ্য মর্যাদায় সনাতনধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হলো লোকনাথ সংঘের আয়োজনে গুহ ভবনে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৭তম বার্ষিক পাদুকা উৎসব। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার লোকনাথ সংঘের পক্ষে একথা জানান চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা।

তিনি জানান,দিনব্যাপী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৭তম বার্ষিক পাদুকা উৎসব করা হয়। উৎসবের অনুষ্ঠানে সকাল ৯ টায় বাল্যভোগ,বিকাল ৪টায় রাজভোগ,৬ টায় সন্ধ্যা আরতী ও রাত ৮ টায় সঙ্গীতানুষ্ঠান করা হয়েছে।

এই উৎসবে সকল সনাতনধর্মী ভক্তবৃন্দের সবান্ধব উপস্থিতি উৎসব প্রাঙ্গনকে মুখোরিত করেছে।তিনি আরো জানান,১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বারাসাতে বাবা লোকনাথের আবির্ভাব হয়।

পরে ১৮৯০ খ্রিস্টাব্দে বাংলাদেশের নারায়নগঞ্জের সোনারগাঁও বারদীতে বাবা তিরোধান করেন। এ সময় তিনি বাবা লোকনাথের একটি বাণী শুনান, তা হলো- “রনে, বনে, জলে, জঙ্গলে-যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে, আমিই রক্ষা করিব”। এদিকে রাতের সঙ্গীতানুষ্ঠানে চাঁদপুর ড্রামার সদস্য অসীম চন্দ্র দাস একাই গাইলেন ৭টি গান ধর্মীয় গান।

এ সময় তাকে গান গাইতে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন লোকনাথ শিব সংঘের পরিচালক সুজিত কুমার ঘোষ, সদস্য সঞ্জয় ঘোষ,প্ রবীর বনিক, অভী ঘোষ, বিশু সহ অন্যান্যরা। পরে লোকনাথ শিব সংঘের পরিচালক সহ সদস্যরাও ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!