হাজীগঞ্জ, ২২ ফেব্রুয়ারি॥
চাঁদপুরের হাজীগঞ্জে “নাইওর” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরা পিছিয়ে থাকলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ওই দেশে পিছিয়ে থাকবে।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে, জানতে হবে। তাহলেই একটি পরিবার সুখি হবে।
নারী স্বাবলম্বী হলে দেশ উন্নত হবে। তাই নারী ও শিশু স্বাস্থের দিক লক্ষ রেখে সরকার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছে। এ সব স্বাস্থ্য কেন্দ্রে ৭ দিন ২৪ ঘন্টায় স্বাস্থ সেবা চলে।
নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, ছোট পরিবার গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোরী মাতৃত্বের হার কমানো, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেতে সপ্তাহের ২৪ ঘন্টা নরমাল ডেলিভারি কার্যক্রম জোরদার করার লক্ষে নাইওরদেরকে দূত হিসেবে কাজে লাগানোর লক্ষে “নাইওর” উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে এ সমাবেশের আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তাফার সঞ্চলনায় নাইওর সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা. মো. ইলিয়াছ।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাইওর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ড. আশরাফুন্নেছা, সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, ওসি আলমগীর হোসেন রনি, ইউএনএফপিজি কর্মকর্তা ডা. সাইদ হাসান, সদর ইউপি চেয়ারম্যান মীর মো. সফিকুল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে ২৪ জোড়া নাইওর (স্বামী-স্ত্রী)কে উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম’সহ অতিথিবৃন্দ।