চাঁদপুরে কৃষকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম. হারুন-অর-রশিদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে জেলা কৃষকলীগ এই মানববন্ধন কমূর্সচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব লতিফ পাঠান, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ছাত্তার পাটওয়ারী, সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সফর আলী ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিটু।

মানববন্ধনে কৃষকলীগ নেতা ও চেয়ারম্যান হারুন অর রশিদ এর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন কমূর্সচিতে কৃষকলীগের জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা-কর্মী অংশ গ্রহন করে।

গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভা থেকে চেয়ারম্যান হারুন-অর-রশিদ নিজ এলাকায় যাওয়ার পথে দূর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে তার বাম হাতের ৩টি আঙ্গুল কেটে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা হলেও আসামীরা এখন পর্যন্ত আটক হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে কৃষকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম. হারুন-অর-রশিদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে জেলা কৃষকলীগ এই মানববন্ধন কমূর্সচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব লতিফ পাঠান, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ছাত্তার পাটওয়ারী, সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সফর আলী ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিটু।

মানববন্ধনে কৃষকলীগ নেতা ও চেয়ারম্যান হারুন অর রশিদ এর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন কমূর্সচিতে কৃষকলীগের জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা-কর্মী অংশ গ্রহন করে।

গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভা থেকে চেয়ারম্যান হারুন-অর-রশিদ নিজ এলাকায় যাওয়ার পথে দূর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে তার বাম হাতের ৩টি আঙ্গুল কেটে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা হলেও আসামীরা এখন পর্যন্ত আটক হয়নি।