চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ১৪ কিলোমিটার বোরোপিট ৩৩৯ জনের অবৈধ দখলে

  • আপডেট: ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৩

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘চাঁদপুর সেচ প্রকল্প’ সিআইপি বেড়িবাধের পাশে বোরোপিট এলাকার ১৪ কিলোমিটারে ৩৩৯জনের অবৈধ দখলে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোন ধরণের ইজারা কিংবা অনুমতি না নিয়ে জোরপূর্বক অবৈধভাবে দখল করে আছেন এসব লোকজন। রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কেউ কেউ নিজেরা আবার অনেকে স্থাপনা তৈরী করে ভাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। যার ফলে পানি উন্নয়ন বোর্ডের সড়কের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সরকার কোন রাজস্ব পাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, সরকারের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জ এলাকায় ২২৭জন অবৈধ দখলকারকে উচ্ছেদ করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে ১৪ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর সেচ প্রকল্পর নানুপুর পাম্প হাউজের পূর্ব থেকে মতিন মাওলানার ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার এবং পাম্প হাউজের পশ্চিম থেকে হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা মোড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

অবৈধ স্থাপনার মধ্যে সদর উপজেলার নানুপুর, বাগাদী চৌরাস্তা, ঢালীর ঘাট, রঘুনাথপুর, দোকানঘর, বহরিয়া, লক্ষ্মীপুর এলাকায় বেশীর অবৈধ দখলকার রয়েছে। এসব এলাকায় স্থানীয়রা প্রভাব খাটিয়ে বহু স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া জানান, মার্চের মধ্যেই আমাদের এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করার কথা রয়েছে। নানা কারণে একটু বিলম্ব হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা অবশ্যই উচ্ছেদ অভিযান শেষ করবো। এসব উচ্ছেদ অভিযান করার জন্য আমাদের বরাদ্দও রয়েছে। এখন শুধুমাত্র বাস্তবায়ন করার অপেক্ষা। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৩৩৯জন অবৈধ দখলকারকে উচ্ছেদের পূর্বেই তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য প্রত্যেকের নামে পৃথকভাবে নোটিশ করা হবে।

২২.০২.২০২০

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ১৪ কিলোমিটার বোরোপিট ৩৩৯ জনের অবৈধ দখলে

আপডেট: ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘চাঁদপুর সেচ প্রকল্প’ সিআইপি বেড়িবাধের পাশে বোরোপিট এলাকার ১৪ কিলোমিটারে ৩৩৯জনের অবৈধ দখলে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কোন ধরণের ইজারা কিংবা অনুমতি না নিয়ে জোরপূর্বক অবৈধভাবে দখল করে আছেন এসব লোকজন। রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কেউ কেউ নিজেরা আবার অনেকে স্থাপনা তৈরী করে ভাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। যার ফলে পানি উন্নয়ন বোর্ডের সড়কের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সরকার কোন রাজস্ব পাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, সরকারের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জ এলাকায় ২২৭জন অবৈধ দখলকারকে উচ্ছেদ করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে ১৪ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর সেচ প্রকল্পর নানুপুর পাম্প হাউজের পূর্ব থেকে মতিন মাওলানার ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার এবং পাম্প হাউজের পশ্চিম থেকে হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা মোড় পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

অবৈধ স্থাপনার মধ্যে সদর উপজেলার নানুপুর, বাগাদী চৌরাস্তা, ঢালীর ঘাট, রঘুনাথপুর, দোকানঘর, বহরিয়া, লক্ষ্মীপুর এলাকায় বেশীর অবৈধ দখলকার রয়েছে। এসব এলাকায় স্থানীয়রা প্রভাব খাটিয়ে বহু স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া জানান, মার্চের মধ্যেই আমাদের এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করার কথা রয়েছে। নানা কারণে একটু বিলম্ব হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা অবশ্যই উচ্ছেদ অভিযান শেষ করবো। এসব উচ্ছেদ অভিযান করার জন্য আমাদের বরাদ্দও রয়েছে। এখন শুধুমাত্র বাস্তবায়ন করার অপেক্ষা। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৩৩৯জন অবৈধ দখলকারকে উচ্ছেদের পূর্বেই তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য প্রত্যেকের নামে পৃথকভাবে নোটিশ করা হবে।

২২.০২.২০২০