চাঁদপুর, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেছেন চাঁদপুর জেলা প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্ত্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান মানিক, সেলিনা আক্তার, মঞ্জুরুল মোরশেদ, ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার ভূমি (সদর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও চাঁদপুরের সরকারি অন্যান্য দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় শহীদ মিনারে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।