রামপুরে রিপন চাঁদাবাজ আটকে জনমনে স্বস্তি

  • আপডেট: ০৪:০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫

স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ভূমিদস্যু চাঁদবাজ রিপন মিজি আটক হওয়ায় আলগীর জনমনে স্বস্তি বিরাজ করছে। ১৭ ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানা পুলিশ আলগী গ্রাম থেকে চাঁদাবাজ রিপন মিজিকে আটক করে। রিপন মিজি আটক হওয়ায় আলগী গ্রামের সর্বস্তরের জনসাধারন চাঁদপুর মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। এ ঘটনায় আলগীর সর্বস্তরের মানুষের মনে স্বস্তি বিরাজ করছে।
ঘটনার বিবরনে জানাযায়, রামপুরের ৯নং ওয়ার্ডের আলগী গ্রামের মৃত আবদুল আজিজ মিজির ছেলে শাহ জালাল মিজি ২০১৯ সালে নিজ সম্পত্তিতে বসতঘর নিমার্ন করার সময় একই গ্রামের ছালাম মিজির ছেলে মোতালেব হোসেন রিপন মিজি বাঁধা প্রদান করে চাঁদা দাবি করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার দেন দরবার হলেও রিপন মিজি বাঁধা প্রদান থেকে বিরত না থেকে নিজের ইচ্ছেমত গায়ের জোরে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে। এ নিয়ে শাহজালাল মিজি ২০১৯ সালে চাঁদপুর এডিএম কোর্টে মামলা দায়ের করে। মামলা নং ৯৬১। এডিএম কোর্ট মামলাটি আমলে নিয়ে সদর উপজেলা এসিল্যান্ডকে দায়িত্ব অর্পন করেন। সদর উপজেলা এসিল্যান্ড সরজমিনে এসে কাজগপত্র দেখে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভূমি জরিপ করে ভূমির মালিক শাহ জালাল ঘোষনা করে এডিএম কোর্টে রিপোর্ট প্রদান করে। এরপর ভূমির মালিক শাহজালাল মিজিকে ঘোষনা করে এডিএম কোর্ট রায় প্রদান করে। এডিএম কোর্টের রায়ের পর শাহ জালাল মিজি তার সম্পত্তিতে পূনঃরায় বসতঘর নির্মান করতে গেলে আবারও রিপন মিজি বাঁধা প্রদান করে ৫লাখ টাকা চাঁদা দাবি করে।

গত ১৭ ফেব্রুয়ারি রিপন মিজিকে চাঁদা না দিয়ে বসত ঘর নির্মান করায় শাহজালাল মিজির স্ত্রী নাজমা বেগম (৪২)এর উপর রিপন মিজি অতর্কিত হামলা করে। এতে নাজমা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শাহজালাল মিজি বিষয়টি চাঁদপুর মডেল থানার ওসি নাজিম উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠিয়ে রিপন মিজিকে আটক করে। রিপন মিজি আটক হওয়ার পর স্থানীয়রা ব্যাপক স্বস্তি প্রকাশ করে। সন্ত্রাসী রিপন মিজিকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করায় চাঁদপুর মডেল থানা পুলিশকে এলাকাবাসী ধন্যবাজ জানিয়েছে।
শাহ জালাল মিজি জানান, আমি নিজস্ব সম্পত্তিতে বসত ঘর নির্মানের সময় অন্যায় ভাবে রিপন মিজি বাঁধা প্রদান করে চাঁদা দাবি করে। এমনকি আমার স্ত্রীর উপর কয়েকবার হামলা করে। রিপনের অত্যাচারে আমি ও আমার পুরো পরিবার বেশ আতংকে ছিলাম, চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করলে ও আমরা এখনো আতংকে রয়েছি। তার যেন উচিত বিচার হয়, সেজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

রামপুরে রিপন চাঁদাবাজ আটকে জনমনে স্বস্তি

আপডেট: ০৪:০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ভূমিদস্যু চাঁদবাজ রিপন মিজি আটক হওয়ায় আলগীর জনমনে স্বস্তি বিরাজ করছে। ১৭ ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানা পুলিশ আলগী গ্রাম থেকে চাঁদাবাজ রিপন মিজিকে আটক করে। রিপন মিজি আটক হওয়ায় আলগী গ্রামের সর্বস্তরের জনসাধারন চাঁদপুর মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। এ ঘটনায় আলগীর সর্বস্তরের মানুষের মনে স্বস্তি বিরাজ করছে।
ঘটনার বিবরনে জানাযায়, রামপুরের ৯নং ওয়ার্ডের আলগী গ্রামের মৃত আবদুল আজিজ মিজির ছেলে শাহ জালাল মিজি ২০১৯ সালে নিজ সম্পত্তিতে বসতঘর নিমার্ন করার সময় একই গ্রামের ছালাম মিজির ছেলে মোতালেব হোসেন রিপন মিজি বাঁধা প্রদান করে চাঁদা দাবি করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার দেন দরবার হলেও রিপন মিজি বাঁধা প্রদান থেকে বিরত না থেকে নিজের ইচ্ছেমত গায়ের জোরে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে। এ নিয়ে শাহজালাল মিজি ২০১৯ সালে চাঁদপুর এডিএম কোর্টে মামলা দায়ের করে। মামলা নং ৯৬১। এডিএম কোর্ট মামলাটি আমলে নিয়ে সদর উপজেলা এসিল্যান্ডকে দায়িত্ব অর্পন করেন। সদর উপজেলা এসিল্যান্ড সরজমিনে এসে কাজগপত্র দেখে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভূমি জরিপ করে ভূমির মালিক শাহ জালাল ঘোষনা করে এডিএম কোর্টে রিপোর্ট প্রদান করে। এরপর ভূমির মালিক শাহজালাল মিজিকে ঘোষনা করে এডিএম কোর্ট রায় প্রদান করে। এডিএম কোর্টের রায়ের পর শাহ জালাল মিজি তার সম্পত্তিতে পূনঃরায় বসতঘর নির্মান করতে গেলে আবারও রিপন মিজি বাঁধা প্রদান করে ৫লাখ টাকা চাঁদা দাবি করে।

গত ১৭ ফেব্রুয়ারি রিপন মিজিকে চাঁদা না দিয়ে বসত ঘর নির্মান করায় শাহজালাল মিজির স্ত্রী নাজমা বেগম (৪২)এর উপর রিপন মিজি অতর্কিত হামলা করে। এতে নাজমা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শাহজালাল মিজি বিষয়টি চাঁদপুর মডেল থানার ওসি নাজিম উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠিয়ে রিপন মিজিকে আটক করে। রিপন মিজি আটক হওয়ার পর স্থানীয়রা ব্যাপক স্বস্তি প্রকাশ করে। সন্ত্রাসী রিপন মিজিকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করায় চাঁদপুর মডেল থানা পুলিশকে এলাকাবাসী ধন্যবাজ জানিয়েছে।
শাহ জালাল মিজি জানান, আমি নিজস্ব সম্পত্তিতে বসত ঘর নির্মানের সময় অন্যায় ভাবে রিপন মিজি বাঁধা প্রদান করে চাঁদা দাবি করে। এমনকি আমার স্ত্রীর উপর কয়েকবার হামলা করে। রিপনের অত্যাচারে আমি ও আমার পুরো পরিবার বেশ আতংকে ছিলাম, চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করলে ও আমরা এখনো আতংকে রয়েছি। তার যেন উচিত বিচার হয়, সেজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।