চাঁদপুর, ১৭ ফেব্রুয়ারি, সোমবার:
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো: নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেছেন, সব কাজেই দক্ষতা প্রয়োজন আছে। অনেকে বলে আমি সব জানি, আসলে সে নিজে কিছুই জানে না। ডাক্তারী পেশায় হোক বা যেকোন কাজেই হোক, বিশেষ দক্ষতা সম্পন্ন লোক আমরা খুঁজি। কাজের মধ্যে যে বেশি দক্ষ তারই দাম থাকে। যেকোন সেক্টরে অদক্ষ শ্রমিকের কোন দাম থাকে না। আশাকরছি এ কর্মশালা যেন সঠিকরূপে বাস্তবায়ন হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতা স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (সেইপ) এর আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সেইপ প্রকল্পের ফ্যাসিলিটের মো: আবু আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেইপ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: জিয়াউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারন সম্পাদক এইচ এম আহসান উল্লাহ, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জিবন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সদর উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।