চাঁদপুরে ৫’শ বছরের পুরনো মসজিদের সংস্কার চলছে

  • আপডেট: ০১:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২১

সজীব খান, চাঁঁদপুুদ।।

চাঁদপুর সদর উপ‌জেলার রামপুর ইউ‌নিয়‌ননে ৫শ’ বছ‌রের পুরনো মস‌জি‌দের সংস্কার কাজ শুরু হ‌য়ে‌ছে।

রামপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের পিছ‌নে তালুকদার বা‌ড়ি সংলগ্ন পুরনো এ স্থাপত্য অনাবিস্কৃত থাকার কার‌নে এর কাঠা‌মো নষ্ট হ‌য়ে‌ যায়। মস‌জিদ‌টি বন জঙ্গল কাটতে গিয়ে আবিষ্কৃত হওয়ার পর সরকা‌রের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু ম‌নি এম‌পির দিক নি‌র্দেশনায় বাংলা‌দেশ প্রত্নতত্ব বিভাগ বাংলা‌দেশ প্রত্নতত্ব বিভাগে মস‌জিদ‌টি সংস্কা‌রে এ‌গি‌য়ে আসে।

‌গত সপ্তাহ থে‌কে শুরু হ‌য়ে‌ছে মস‌জিদ সংস্কা‌রের কাজ। এ‌ বিষ‌য়ে ৫নং রামপুর ইউ‌নিয়‌ন পরিষ‌দের ‌চেয়রেম্যান আল মামুন পাটওয়ারী নতুনের কথাকে জানান, মস‌জিদ‌ সংস্কা‌রের জন্য সরকার যে উ‌দ্যোগ নি‌য়ে তার জন্য ধন্যবাদ জানা‌চ্ছি।

সরকা‌রে প্রত্নতত্ব বিভা‌হের মাধ্য‌মে মস‌জিদ‌টি সাংস্কা‌রের জন্য সা‌ড়ে ৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে। আস‌লে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নির দিক নি‌র্দেশনায় মস‌জিদ‌টি উদঘা‌টিত হ‌য়ে‌ছে। এজন্য মন্ত্রী ম‌হোদয়সহ জেলা প্রশাসকসহ সাংবা‌দিক বৃন্দ‌কে ইউ‌নিয়নবাসী ও অামার পক্ষে থে‌কে ধন্যবাদ জানাই। বি‌শেষ ক‌রে সাংবা‌দিকবৃন্দ ‌টি‌ভি‌তে প্রচার ও প‌ত্রিকায় লেখনীর মাধ্য‌মে এ বি‌ষ‌য়ে যে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন তারজন্য অ‌শেষ কৃতজ্ঞতাও ধন্যবাদ জানা‌চ্ছি।

এ‌ বিষ‌য়ে প্রত্নতত্ব বিভাগ থে‌কে প্রে‌রিত নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকার সংস্কার দ‌লের প্রধান মিস্ত্রী লাল মিয়া‌ ব‌লেন, আমি এর পূ‌র্বে পাহাড়পুর বৌদ্ধ বিহার, বগুড়‌ার মহাস্থানগড়, য‌শোর বড় বাজার, সিরাজগঞ্জ হাটুকুমরুল ম‌ন্দির, সোনা মস‌জিদ, পঞ্জগ‌ড়ের মস‌জিদ, দিনাজপুর ঘোড়াঘাট মস‌জি‌দের সংস্থান কাজ কর‌ছে । আমার বাবা নজির উ‌দ্দিনও প্রত্নতত্ব বিভা‌গে কাজ ক‌রে‌ছেন। ওনার কাছ থে‌কে অমার এ কাজ শিখা। বাবা ভার‌তে মু‌র্শিদাবা‌দ থে‌কে পূরা‌কীর্তি সংস্কা‌রের কাজ শি‌খে‌ছি‌লেন। আমি নি‌জে ৩৫ বছর যাবৎ প্রত্নতত্ব বিভ‌া‌গে এ কাজ কর‌ছি।

উল্লেখ্য গতবছর মস‌জিদ‌টি আবিষ্কৃত হওয়ার পর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মের ব‌দৌল‌তে রামপুর ইউ‌নি‌য়ন পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে। চাঁদপু‌রের বি‌ভিন্ন উপজেলাসহ দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে প্র‌তি‌দিন শত শত শিক্ষার্থীরা মস‌জিদ‌টি পরিদর্শনে এসে ভীড় জমায়। বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠান তা‌দের বা‌র্ষিক পিক‌পিন স্পট হি‌সে‌বে ৫শ’ বছ‌রের পুরু‌নো এ মস‌জি‌দের স্থান‌টি‌কে বে‌ছে নেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে ৫’শ বছরের পুরনো মসজিদের সংস্কার চলছে

আপডেট: ০১:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

সজীব খান, চাঁঁদপুুদ।।

চাঁদপুর সদর উপ‌জেলার রামপুর ইউ‌নিয়‌ননে ৫শ’ বছ‌রের পুরনো মস‌জি‌দের সংস্কার কাজ শুরু হ‌য়ে‌ছে।

রামপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের পিছ‌নে তালুকদার বা‌ড়ি সংলগ্ন পুরনো এ স্থাপত্য অনাবিস্কৃত থাকার কার‌নে এর কাঠা‌মো নষ্ট হ‌য়ে‌ যায়। মস‌জিদ‌টি বন জঙ্গল কাটতে গিয়ে আবিষ্কৃত হওয়ার পর সরকা‌রের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু ম‌নি এম‌পির দিক নি‌র্দেশনায় বাংলা‌দেশ প্রত্নতত্ব বিভাগ বাংলা‌দেশ প্রত্নতত্ব বিভাগে মস‌জিদ‌টি সংস্কা‌রে এ‌গি‌য়ে আসে।

‌গত সপ্তাহ থে‌কে শুরু হ‌য়ে‌ছে মস‌জিদ সংস্কা‌রের কাজ। এ‌ বিষ‌য়ে ৫নং রামপুর ইউ‌নিয়‌ন পরিষ‌দের ‌চেয়রেম্যান আল মামুন পাটওয়ারী নতুনের কথাকে জানান, মস‌জিদ‌ সংস্কা‌রের জন্য সরকার যে উ‌দ্যোগ নি‌য়ে তার জন্য ধন্যবাদ জানা‌চ্ছি।

সরকা‌রে প্রত্নতত্ব বিভা‌হের মাধ্য‌মে মস‌জিদ‌টি সাংস্কা‌রের জন্য সা‌ড়ে ৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে। আস‌লে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু ম‌নির দিক নি‌র্দেশনায় মস‌জিদ‌টি উদঘা‌টিত হ‌য়ে‌ছে। এজন্য মন্ত্রী ম‌হোদয়সহ জেলা প্রশাসকসহ সাংবা‌দিক বৃন্দ‌কে ইউ‌নিয়নবাসী ও অামার পক্ষে থে‌কে ধন্যবাদ জানাই। বি‌শেষ ক‌রে সাংবা‌দিকবৃন্দ ‌টি‌ভি‌তে প্রচার ও প‌ত্রিকায় লেখনীর মাধ্য‌মে এ বি‌ষ‌য়ে যে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন তারজন্য অ‌শেষ কৃতজ্ঞতাও ধন্যবাদ জানা‌চ্ছি।

এ‌ বিষ‌য়ে প্রত্নতত্ব বিভাগ থে‌কে প্রে‌রিত নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকার সংস্কার দ‌লের প্রধান মিস্ত্রী লাল মিয়া‌ ব‌লেন, আমি এর পূ‌র্বে পাহাড়পুর বৌদ্ধ বিহার, বগুড়‌ার মহাস্থানগড়, য‌শোর বড় বাজার, সিরাজগঞ্জ হাটুকুমরুল ম‌ন্দির, সোনা মস‌জিদ, পঞ্জগ‌ড়ের মস‌জিদ, দিনাজপুর ঘোড়াঘাট মস‌জি‌দের সংস্থান কাজ কর‌ছে । আমার বাবা নজির উ‌দ্দিনও প্রত্নতত্ব বিভা‌গে কাজ ক‌রে‌ছেন। ওনার কাছ থে‌কে অমার এ কাজ শিখা। বাবা ভার‌তে মু‌র্শিদাবা‌দ থে‌কে পূরা‌কীর্তি সংস্কা‌রের কাজ শি‌খে‌ছি‌লেন। আমি নি‌জে ৩৫ বছর যাবৎ প্রত্নতত্ব বিভ‌া‌গে এ কাজ কর‌ছি।

উল্লেখ্য গতবছর মস‌জিদ‌টি আবিষ্কৃত হওয়ার পর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মের ব‌দৌল‌তে রামপুর ইউ‌নি‌য়ন পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পাবে। চাঁদপু‌রের বি‌ভিন্ন উপজেলাসহ দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে প্র‌তি‌দিন শত শত শিক্ষার্থীরা মস‌জিদ‌টি পরিদর্শনে এসে ভীড় জমায়। বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠান তা‌দের বা‌র্ষিক পিক‌পিন স্পট হি‌সে‌বে ৫শ’ বছ‌রের পুরু‌নো এ মস‌জি‌দের স্থান‌টি‌কে বে‌ছে নেয়।