হাজীগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, সোমবার॥
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন বলেছেন, সমালোচনা মানুষকে শুদ্ধ করে আবার সমালোচনা মানুষকে ধ্বংস করে। গঠনমূলক সমালোচনা করলে সমাজের উপকার হয়। হাজীগঞ্জ পৌরসভার ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পৌর মেয়র বলেন, পৌরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সমর্থনে সার্বিক কল্যাণকর সেবামূলক উন্নয়ন কর্মকান্ডে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। পৌরবাসীর আকাঙ্খা বাস্তবায়নে কাজ করছি।
তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর গত ৪ বছরে প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি আরো ১০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। পৌরবাসির বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের জন্য ৯ কোটি টাকার ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান মার্চে উদ্বোধন করা হবে।
তিনি বলেন, পৌরসভায় বর্ষকালে হাজীগঞ্জ বাজার পানিতে থই থই করতো এখন আর পানি নেই। যত বৃষ্টিই হউক কোথাও পানি জমেনা। প্রতিদিন কাক ডাকা ভোরে উঠে পৌরাবাসির জন্য সেবায় নিয়োজিত হয়।
তিনি বলেন, এখন আর পৌরসভায় ময়লা আবর্জনা দেখা যায়না। রাত ৩টা থেকে পরিচ্ছন্নকর্মীরা তাদের কাজ শুরু করে দেয়। পূর্বে পরিচ্ছন্নকর্মীদের বেতন ছিল ১ লাখ ৭৯ হাজার বর্তমানে তাদের দিতে হয় ৪ লাখ টাকা।
সোমবার বিকেলে পৌর ভবনের সম্মুখ মাঠে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে কোরআন তিলাওয়াত, দোয়া-মোনাজাত করেন হাফেজ হাফেজ ফয়সাল আহমেদ।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বতু, হাজীগঞ্জ পৌর টিএল সিসির সদস্য ও সাবেক ভাইস-চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, প্যানেল মেয়র মোঃ শুকু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনির, করনির্ধারক (এ্যাসেসর) মোঃ আবু ইউসুফ, টিকাদানকারী কর্মকর্তা রিতা রাণী দাস, ডাঃ পেয়ারা বিল্লাল, গণমাধ্যম কর্মী পাপ্পু মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেজিয়া বেগম, সাবেক ব্যাংকার মফিজুল ইসলাম চৌধুরী, সহকারী ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস মিয়া, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন মিরন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, জোহরা বেগম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শাহজাহান বেপারী, সাধারহাজীগঞ্জ সবুজ সংঘের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, হিসাব রক্ষণ কর্মকর্তা সফিকুর রহমান, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহন, কাজী মিঠু, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহম্মেদ মাঈনু, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম’সহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শিরোনাম:
“সমালোচনা মানুষকে শুদ্ধ করে”
Tag :
সর্বাধিক পঠিত