চাঁদপুর, ১৬ ফেব্রুয়ারি, রবিবার:
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসবকে ঘিরে এক মিলন মেলায় পরিনত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা নানা রঙের শাড়ী পড়ে মাথায় ফুলের মুকুট লাগিয়ে সেজেগুজে দিনব্যাপী আনন্দ উল্লাস শুরু করে। সেই সাথে শিক্ষার্থীদের একক ও সমবেত গান ও নাচ এই উৎসবকে আরও মাতিয়ে তুলে। এছাড়া কলেজ মাঠে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শণ করা হয়। সকাল সাড়ে ১০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো.মাসুদুর রহমান।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্ত উৎসবকে ঘিরে এক মিলন মেলায় পরিনত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা নানা রঙের শাড়ী পড়ে মাথায় ফুলের মুকুট লাগিয়ে সেজেগুজে দিনব্যাপী আনন্দ উল্লাস শুরু করে। সেই সাথে শিক্ষার্থীদের একক ও সমবেত গান ও নাচ এই উৎসবকে আরও মাতিয়ে তুলে। এছাড়া কলেজ মাঠে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শণ করা হয়। সকাল সাড়ে ১০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো.মাসুদুর রহমান।
কলেজ শিক্ষার্থী, নিলা সুমি, ফারহানাসহ অন্যান্যরা জানান, আমাদের জন্য এই দিনটি অত্যন্ত আনন্দের। কারণ কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সাজগোজ করে আনন্দ উল্লাস করার। এ জন্য মণমত সেজেগুজে বন্ধুদের সাথে অনেক মজা করার সুযোগ করে দেয়ায় আমরা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই।
কলেজ অধ্যক্ষ মো.মাসুদুর রহমান বলেন,আমরা প্রতি বছর বাঙালী এতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের জন্য দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে থাকি। এ উৎসব ছাড়াও সারা বছরই আমরা কলেজে সব ধরনের অনুষ্ঠান করে থাকি।