চাঁদপুর, ১২ ফেব্রুয়ারি, বুধবার:
চাঁদপুরে ৭’শ ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ নাছির পাটওয়ারী(৩২) কে আটক করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাছিরকে আটক করে। আটক নাছির চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মদনা গ্রামের মৃত অলি মিয়া পাটওয়ারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান জানান, নাছির পাটওয়ারী দীর্ঘদিন গাঁজা সেবন ও বিক্রি করে যুবসমাজ ধ্বংস করছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করি।
আটককালে তার থেকে ৭’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মমলা দায়ের করা হয়েছে।