গাজী মহিনউদ্দিন:
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ জেলা পর্যায়ে হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স-আপ হওয়ায় ক্ষুদে কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ে মাঠে এ ক্ষুদে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেন আবেদীন গ্রুপের ডাইরেক্টর মারুফ আবেদীন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি বিবিজে লেদার গুট্স, এবিসি ফুটওয়্যার ইন্ডা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি জয়নাল আবেদীন মজুমদার বলেন, সিহিচোঁ গ্রামকে একটি ডিজিটাল আলোকিত গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। বিশ্বের অনেক দেশেই আমার যাওয়া আসা হয়। ওইসব দেশে সর্বনিন্ম শিক্ষিত লোকও এসএসসি পাশ। তাদের দেশে পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এরা পড়ালেখা ছাড়ার পরপরই নিজেদের কর্মসংস্থান নিজেরাই ব্যবস্থা করে।
প্রশিক্ষিত জাতির বিকল্প নেই। জামানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কর্মমূখী শিক্ষা। যার কারণে ওই দেশে কোন বেকার নেই। গত বছর চাঁদপুর প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে আমি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্যে করে কারিগরি শিক্ষার উপর বক্তব্য রেখে ছিলাম। তার মধ্যে একটি কথা বাস্তবায়নে আইন প্রস্তুত হয়েছে। আগামী ২০২১ সালে মাধ্যমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। হয়তো সহসায় সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সিহিরচোঁ গ্রাম হবে দেশের মধ্যে মডেল গ্রাম। আমার মত জয়নাল আবেদীন প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নিবে। তারাও গ্রাম তথা দেশের জন্য সুনাম অর্জন করবে।
শিশুরা যে প্রতিভা দেখিয়ে তার জন্য এ গ্রামের গর্ব। এদের আগ্রহকে আরো জাগিয়ে তুলতে সবাইকে উৎসাহ দিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান পলাশ, উপজেলা ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক প্রধানিয়া, সাধারণ সম্পাদক কাউছার হোসেনসহ অভিভাবকসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সিহিরিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে ফাইনলা খেলায় রানার্স-আপ হওয়ায় ক্ষুদে কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের খেলার জন্য বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য লক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে তা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।