ব্রেইন টিউমারে আক্রান্ত আখির চিকিৎসার দায়িত্ব নিলে রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

  • আপডেট: ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৫

ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি:

ব্রেইন টিউমারে আক্রান্ত আখিকে (১৭) দেখতে হাসপাতালে গেলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আঁখি আক্তারকে দেখতে যান তিনি। এ সময় রফিকুল ইসলাম আঁখিকে নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন ও আঁখির পাশে কিছু সময় অপেক্ষা করেন।

রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, শুধু আঁখিই নয় হাজীগঞ্জ শাহরাস্তির যেকোন অসহায় মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। কেউ অপচিকিৎসায় মরবেনা। আমরা সাধ্যমতো সবাকে চিকিৎসায় সহযোগিতা করবো।

আঁখি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির কাউসার হোসেনের মেয়ে। কাউছার হোসেন পেশায় দিনমজুর। আঁখিকে ব্রেইন টিউমারের অপারেশন করার মত সামর্থ নেই বাবা মায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখির বিষয়ে জানতে পেয়ে চিকিৎসার দায়িত্ব নেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

গত মঙ্গলবার বিকেলে বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশিরের উপস্থিতিতে মেয়েটির বাবার সাথে মুঠোফোনের মাধ্যমে কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বিস্তারিত জেনে মেয়েটির চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন। এ দিকে পর দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে মেয়েটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের দেখতে যান তিনি।

উল্লেখ, আখি আক্তার ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বলাখাল মুকবুল আহম্মদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে।

গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাজীগঞ্জ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, আঁখি ব্রেইন টিউমারে আক্রান্ত। সেখান থেকে আঁখিকে রেফার করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৬ জানুয়ারি থেকে আাখি ওই হাসপাতালের নিচতলার ১নং ওয়ার্ডের ৭নং বেডে জীবন মত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মেয়েটির বাবার সাথে মুঠোফোনে কথা বলার সময় উপস্থিত ছিলেন বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, শিক্ষক তপন কুমার পাল, মিহির চক্রবর্তী, মোশারফ হোসেন লিটন, কাজী নাসির, মাসুমা আক্তার, নূর জাহান আক্তারসহ পৌর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা নাসির উদ্দিন মিজি, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা শাহজালাল টিটু, ফয়েজ আহম্মদ বেপারী প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ব্রেইন টিউমারে আক্রান্ত আখির চিকিৎসার দায়িত্ব নিলে রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

আপডেট: ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০

ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি:

ব্রেইন টিউমারে আক্রান্ত আখিকে (১৭) দেখতে হাসপাতালে গেলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আঁখি আক্তারকে দেখতে যান তিনি। এ সময় রফিকুল ইসলাম আঁখিকে নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন ও আঁখির পাশে কিছু সময় অপেক্ষা করেন।

রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, শুধু আঁখিই নয় হাজীগঞ্জ শাহরাস্তির যেকোন অসহায় মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। কেউ অপচিকিৎসায় মরবেনা। আমরা সাধ্যমতো সবাকে চিকিৎসায় সহযোগিতা করবো।

আঁখি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির কাউসার হোসেনের মেয়ে। কাউছার হোসেন পেশায় দিনমজুর। আঁখিকে ব্রেইন টিউমারের অপারেশন করার মত সামর্থ নেই বাবা মায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখির বিষয়ে জানতে পেয়ে চিকিৎসার দায়িত্ব নেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

গত মঙ্গলবার বিকেলে বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশিরের উপস্থিতিতে মেয়েটির বাবার সাথে মুঠোফোনের মাধ্যমে কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বিস্তারিত জেনে মেয়েটির চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন। এ দিকে পর দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে মেয়েটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের দেখতে যান তিনি।

উল্লেখ, আখি আক্তার ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বলাখাল মুকবুল আহম্মদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে।

গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাজীগঞ্জ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, আঁখি ব্রেইন টিউমারে আক্রান্ত। সেখান থেকে আঁখিকে রেফার করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৬ জানুয়ারি থেকে আাখি ওই হাসপাতালের নিচতলার ১নং ওয়ার্ডের ৭নং বেডে জীবন মত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মেয়েটির বাবার সাথে মুঠোফোনে কথা বলার সময় উপস্থিত ছিলেন বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, শিক্ষক তপন কুমার পাল, মিহির চক্রবর্তী, মোশারফ হোসেন লিটন, কাজী নাসির, মাসুমা আক্তার, নূর জাহান আক্তারসহ পৌর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা নাসির উদ্দিন মিজি, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা শাহজালাল টিটু, ফয়েজ আহম্মদ বেপারী প্রমুখ।