স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ফেব্রুয়ারি) সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এডিজি, চাঁদপুরের সাবেক সিভিল সার্জন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন নাহার চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, স্রষ্টার সৃষ্টির মধ্যে অন্যতম হলো চক্ষু। আর চক্ষু না থাকলে আমরা এই পৃথিবীর কিছুই দেখতে পেতাম না। তাই সকলকে নিজের চক্ষুর যতœ নিজেকেই নিতে হবে। আমি চক্ষু চিকিৎসক না, গাইনী চিকিৎসক। তবে আপনাদের কথা দিলাম এই হাসপাতালে যদি গাইনী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার আয়োজন করে তখন আমি বিনামূল্যে গাইনী সেবা প্রদান করব।
তিনি আরও বলেন, শুধু চিকিৎসা নয় পাশাপাশি চিকিৎসকরা রোগীকে চক্ষু ভাল রাখার পরামর্শ দিবেন। কারো ভুলের কারণে চোখে সমস্যা হলে সারাজীবন অন্ধ হয়ে থাকতে হবে। আর এই ধরনের আয়োজন করার জন্য হাসপাতালের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার কর্মকর্তারাও ভাল কাজের জন্য প্রশংসার দাবীদার।
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. দেলওয়ার হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ বাবুল মোল্লা, মাষ্টার। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ গাছতলা মোহাম্মাদিয়া মাদানিয়া দারুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি পরিচালক কারী মাও. ইমাম হোসেন।
এ সময় দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সোবহানপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাও. আলী হোসেন, মোঃ ছলেমান তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজী মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।