নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর শহরের ৮নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া রোডের বাসিন্দা অজুফা বেগমের নিকট দুর্বৃত্তদেরর চাদা দাবির অভিযোগ পাওয়া গিয়াছে। চাদা না দেয়ায় কোড়ালিয়া রোডের আলমগীর পাটওয়ারীর ছেলে জসিম পাটওয়ারী (৪০), আবু তাহের পাটওয়ারীর ছেলে শুভ পাটওয়ারী (১৯), শের আলী পাটওয়ারী (৪৫) সহ অজ্ঞাত কয়েকজন মিলে অজুফার বসতঘরে আগুন দেয় বলে ভুক্তভোগী অভিযোগ করে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টায় দুর্বৃত্তরা এই আগুন লাগিয়ে দেয় বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। পরে এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
প্রত্যক্ষদর্শী বিলকিস ও রেজিয়া জানায়, ঘটনারদিন সকালে উক্ত দুর্বৃত্তরা এসে ৫ হাজার টাকা দাবী করে, না দিলে বসতঘর পুড়িয়ে ফেলায় হুমকি দেয়। পরে ওইসময় ১হাজার টাকাও তারা নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টায় দিকে কয়েকজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলে ঘর থেকে বের হয়ে দেখেন কয়েকজন মিলে বোতলে থাকা কেরোসিন তেল ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয় অজুফার বসতঘরে। ওইসময় আমরা আগুন বলে ডাক-চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী অজুফা বেগমের সাথে কথা বললে তিনি জানায়, গত ৪-৫ বছর আগে আমি ও আমার ছোট ভাই মো: সাইফুল চোকদার সহ মৃত: ইউছুফ ছৈয়ালের ছেলে মো: কবির ছৈয়ালের নিকট হইতে ১০শতাংশ জায়গা খরিদ করি। আমার ছোট ভাই এই জায়গাতে একটি দোচালা বসতঘর তৈরী করে ঢাকায় লেখাপড়া ও চাকরির জন্য চলে যায়। বিগত ৫-৬ মাস যাবত উক্ত জসিম পাটওয়ারীসহ ৪-৫ জন আমার কাছে প্রায়ই এই জায়গা তাদের বলে দাবী করে চাদা চাইতো। গতকাল শুক্রবার আমার বাসা মেরামতেরর কাজ করতে গেলে আমার কাছে পুনরায় তারা চাদা হিসেবে ৫হাজার টাকা দাবী করে অন্যথায় বাড়ী পুড়িয়ে ফেলবে বলে হুমকি দেয়। আমি তখন ভয়ে আমার কাছে থাকা ১হাজার টাকা তাদেরকে দিলে তারা ওইসময় চলে যায়। পরে এইদিন রাত সাড়ে ১২ টার দিকে আমার বসতঘরে আগুন লাগানোর ঘটনা ঘটে। ওইসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন আগুনের সূত্রপাত দেখে চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভাে সাহায্য করে। অজুফা আরো বলেন, আমি নিঃস্ব একজন মহিলা মানুষ। আমি কর্তৃপক্ষের নিকট এর বিচার দাবী করছি।
এছাড়াও অন্যান্য এলাকাবাসীরা জানান উক্ত জসিম পাটওয়ারীসহ কয়েকজন প্রায় সময়ই তারা আশেপাশের লোকজনদের কাছ থেকে এইরকম আরো চাদা দাবী করে। চাদা না দিলে তারা বিভিন্নরকম হুমকিও দেয়।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অজুফা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।