অনলাইন ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। প্রত্যেক পরীক্ষার্থী ভালো ভাবে লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। অযথা সময় নষ্ট না করে, পড়া-লেখার প্রতি সময় ব্যয় করতে হবে। যে যত বেশি সময়কে মূল্যায়ন করবে, সে ততবেশি জ্ঞান আহরণ করবে। আজকের শিক্ষিক মানুষ আগামী দিনের কর্ণধার। তাই সবাইকে ভালো ভাবে লেখা করে এগিয়ে যেতে হবে।
তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাও. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও সমাজসেবক ওমর ফারুক আজমির গাজী, সমাজসেবক আলহাজ আমিন কাজী। আলোচনা ও দোয়ার পূর্বে বিদায়ী মানপত্র পাঠ করেন দাখিল পরীক্ষার্থী মাহমুদুল হাসান।
মাদ্রাসার সহ-সুপার মাও. হেলাল উদ্দিন ও সহকারী শিক্ষক মাও. মিজানুর রহমানের যৌথ পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক শিক্ষক শেখ মজিবুর রহমান, বর্তমান শিক্ষক ইমরান হোসেন মাহবুবুর রহমান মো. জাকির হোসেন, সালেহ আহমেদ, জিএম রুস্তম, মো. সালেহ উদ্দিন, মো. শাহজাহান। পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার হাফেজ মাও. আব্দুর রাজ্জাক।