গাজী ইমাম হাসান:
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়নে বিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে ১০০ জন কার্ডধারীর মাঝে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি ৩ মাসের ৯০ কেজি করে ৩০০ বস্তা চাউল বিতরন করা হয়।
চাউল বিতরনকালে উপস্থিত ছিলেন ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান, দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ অাহমেদ তালুকদার, ইউনিয়নের সচিব জসিম উদ্দিন রনি।
এ বিষয়ে চেয়ারম্যান বলেন, সরকার দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেসকল প্রকল্পের মধ্যে বিজিডি কার্ডের চাউল বিতরণ একটি। অামাদের এ ইউনিয়নে ১০০ জন কার্ডধারীর মাঝে ৩ মাসের ৯০ কেজি করে ৩০০ বস্তা চাউল অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।
চাউল গ্রহীতার জানান, তিন মাসের ৯০ কেজি চাল একসাথে পেয়ে অামরা ভীষন খূুশি। বস্তা প্রতি ৩০কেজি হওয়ায় অামরা ঠিক মতো পাচ্ছি।