• ঢাকা
  • রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২২ জানুয়ারি, ২০২০

নিষিদ্ধ পণ্য বিক্রয়ের দায়ে ২ ব্যবসায়ির অর্থদন্ড

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম
চাঁদপুরে শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।  মঙ্গলবার শহরের ওয়ারলেস বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওয়ারলেস বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, গম, আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ করা এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় ব্যবসায়ী সোহেল (৩২) কে ১ হাজার টাক অর্থদন্ড করা হয়।

একই সাথে ওয়ারলেচ বাজারে গ্রামবাংলা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আল আমিন (৪৪) কে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সংরক্ষণ করার অপরাধে ১ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পাট অধিদপ্তরের চীপ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম , পেশকার মো. জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!