কচুয়ার ইউপি চেয়ারম্যানের বাসা থেকে কেয়ার টেকার নিখোঁজ

  • আপডেট: ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • ১০০

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের বাসা থেকে কেয়ার টেকার জাহিদুল সিকদার(১৩) নিখোঁজ হয়েছে । ১০জুন সোমবার কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য, কচুয়া উপজেলার বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের ঢাকার শান্তিনগর ইস্টার্ন পয়েন্টের ফ্ল্যাট ৩/৯০৪ থেকে বাসার কেয়ার টেকার জাহিদুল সিকদার নিখোঁজ। জাহিদুল সিকদার ওই দিন রাত ৯টার সময় ইস্টার্ন পয়েন্টের সামনের দোকান থেকে আটা আনতে গিয়ে আর বাসায় ফিরে নাই। ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান ,জাহিদ আমার গ্রামের একই বাড়ির আত্মীয় । সে চার বছর যাবত আমার বাসায় থাকে। আত্মীয় স্বজনসহ সম্বাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তার গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। বাসা থেকে যাবার সময় তার পড়নে নেভী ব্লু সার্ট ও সর্ট প্যান্ট পরিহিত ছিল।এদিকে জাহিদের সন্ধানে ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,তার বাবা মা আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্ন । কেউ তার সন্ধান পেলে ০১৭৩৩-৬২৯৯৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । এ ব্যপারে ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার বুধবারে রাতে ঢাকার পল্টন মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন যার নং ৮০৫ তারিখ ১২.৬.১৯ খ্রী:।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ার ইউপি চেয়ারম্যানের বাসা থেকে কেয়ার টেকার নিখোঁজ

আপডেট: ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের বাসা থেকে কেয়ার টেকার জাহিদুল সিকদার(১৩) নিখোঁজ হয়েছে । ১০জুন সোমবার কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য, কচুয়া উপজেলার বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের ঢাকার শান্তিনগর ইস্টার্ন পয়েন্টের ফ্ল্যাট ৩/৯০৪ থেকে বাসার কেয়ার টেকার জাহিদুল সিকদার নিখোঁজ। জাহিদুল সিকদার ওই দিন রাত ৯টার সময় ইস্টার্ন পয়েন্টের সামনের দোকান থেকে আটা আনতে গিয়ে আর বাসায় ফিরে নাই। ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান ,জাহিদ আমার গ্রামের একই বাড়ির আত্মীয় । সে চার বছর যাবত আমার বাসায় থাকে। আত্মীয় স্বজনসহ সম্বাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তার গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। বাসা থেকে যাবার সময় তার পড়নে নেভী ব্লু সার্ট ও সর্ট প্যান্ট পরিহিত ছিল।এদিকে জাহিদের সন্ধানে ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,তার বাবা মা আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্ন । কেউ তার সন্ধান পেলে ০১৭৩৩-৬২৯৯৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । এ ব্যপারে ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার বুধবারে রাতে ঢাকার পল্টন মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন যার নং ৮০৫ তারিখ ১২.৬.১৯ খ্রী:।