হাইমচরে ৩০ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • আপডেট: ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ২৯

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের চরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জব্দকৃত কারেন্টজাল উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড লামচরী কোস্টগার্ড জেটিতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর নদী এলাকায় দায়িত্বরত কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিন। তিনি বলেন, অভিযানে গিয়ে দেখাগেছে জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার উদ্দেশ্যে তাদের মাছ আহরণ করা জালের প্রথমে ১শ’ মিটার জাল সুতার জাল হিসেবে ব্যবহার করে। বাকী দীর্ঘ অংশ নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল ব্যবহার করে। তাদের এই অভিনব কায়দা ধরা পড়ে এবং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী হাফিজুর রহমানসহ কোস্টগার্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

হাইমচরে ৩০ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেট: ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের চরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জব্দকৃত কারেন্টজাল উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড লামচরী কোস্টগার্ড জেটিতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর নদী এলাকায় দায়িত্বরত কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিন। তিনি বলেন, অভিযানে গিয়ে দেখাগেছে জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার উদ্দেশ্যে তাদের মাছ আহরণ করা জালের প্রথমে ১শ’ মিটার জাল সুতার জাল হিসেবে ব্যবহার করে। বাকী দীর্ঘ অংশ নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল ব্যবহার করে। তাদের এই অভিনব কায়দা ধরা পড়ে এবং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইমচর উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী হাফিজুর রহমানসহ কোস্টগার্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।