অনলাইন ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে গতরাত ৩টা ২০ মিনিট থেকে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি জানায়।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ৩টা পর্যন্ত শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু এর পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে ৩টা ২০ মিনিট থেকে শাহজালাল বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এ ছাড়া শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে একই কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।