চাঁদপুরে বন্ধুর বাড়ী থেকে প্রবাস ফেরত যুবকের মরদহে উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট: ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ২২

চাঁদপুর, ১৪ জানুয়ারি, মঙ্গলবার॥

চাঁদপুর শহরের বিটি রোড এলাকার একটি ৪তলা ভবন থেকে মো. শাহাদাত মিজি (৩০) নামে বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় বিটি রোড রাশিদা হোটেলের পশ্চিম পাশের সোহাগ ভিলা থেকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল ও পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

শাহাদাত শহরের ১৫নং ওয়ার্ড চক্ষু হাসপাতাল সংলগ্ন আব্দুল কাদের মিজি বাড়ীর মৃত মতিন মিজির ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

এদিকে উদ্ধারকৃত যুবকের মরদেহ নিয়ে রহস্যদানা বাঁধছে। তার মৃত্যু নিয়ে পরিবার বা তার বন্ধুর পরিবারের কেউ মুখ খুলেছেনা।

সোহাগ বিলার ভাড়াটিয়া বাসিন্দা মো. ইব্রাহীম খলিল বলেন, সোমবার সন্ধ্যার পূর্বে শাহাদাত এই বাড়ীতে আসে। সোহাগ আর শাহাদাত বন্ধু। তাদের অন্যান্য বন্ধুরাসহ অনেক সময় এই বাড়ীতে আড্ডা দেয়। রাতে সোহাগ তার বাসায় ছিলো এবং শাহাদাতের সাথে কথাও হয়। কোন এক সময় শাহাদাত কোন কিছু না বলে ওই ভবনের ৪তলার খালি কক্ষে চলে যায়। তাকে খোঁজে না পেয়ে ওই রুমের দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে সোহাগ ও অপর বন্ধু ওসমান গণি হেলাল দরজা ভেঙে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

বন্ধুর বাড়ীতে বন্ধুর লাশ পড়ে থাকতে শুনে ওই বাড়ীতে জনতা ভীড় করছে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ রাত ১টার সময় শাহাদাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্ক এই মুহুর্তে বলা সম্ভব নয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরে বন্ধুর বাড়ী থেকে প্রবাস ফেরত যুবকের মরদহে উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

আপডেট: ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০

চাঁদপুর, ১৪ জানুয়ারি, মঙ্গলবার॥

চাঁদপুর শহরের বিটি রোড এলাকার একটি ৪তলা ভবন থেকে মো. শাহাদাত মিজি (৩০) নামে বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় বিটি রোড রাশিদা হোটেলের পশ্চিম পাশের সোহাগ ভিলা থেকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল ও পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

শাহাদাত শহরের ১৫নং ওয়ার্ড চক্ষু হাসপাতাল সংলগ্ন আব্দুল কাদের মিজি বাড়ীর মৃত মতিন মিজির ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

এদিকে উদ্ধারকৃত যুবকের মরদেহ নিয়ে রহস্যদানা বাঁধছে। তার মৃত্যু নিয়ে পরিবার বা তার বন্ধুর পরিবারের কেউ মুখ খুলেছেনা।

সোহাগ বিলার ভাড়াটিয়া বাসিন্দা মো. ইব্রাহীম খলিল বলেন, সোমবার সন্ধ্যার পূর্বে শাহাদাত এই বাড়ীতে আসে। সোহাগ আর শাহাদাত বন্ধু। তাদের অন্যান্য বন্ধুরাসহ অনেক সময় এই বাড়ীতে আড্ডা দেয়। রাতে সোহাগ তার বাসায় ছিলো এবং শাহাদাতের সাথে কথাও হয়। কোন এক সময় শাহাদাত কোন কিছু না বলে ওই ভবনের ৪তলার খালি কক্ষে চলে যায়। তাকে খোঁজে না পেয়ে ওই রুমের দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে সোহাগ ও অপর বন্ধু ওসমান গণি হেলাল দরজা ভেঙে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

বন্ধুর বাড়ীতে বন্ধুর লাশ পড়ে থাকতে শুনে ওই বাড়ীতে জনতা ভীড় করছে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ রাত ১টার সময় শাহাদাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্ক এই মুহুর্তে বলা সম্ভব নয়।