নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগারিকা এক্সপ্রেস নামক ট্রেনের নীচে কাটাপড়ে পঙ্কজ মজুমদার (৪৫) মৃত্যু হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড রেলক্রসিং এর পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা বলে জানাগেছে। তার পরনের মধ্যে গায়ে আকাশি কালারের স্টেপ শার্ট ও গ্রে কালারের পেন্ট ছিলো।
স্থানীরা জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোর্ট স্টেশন থেকে ছেড়ে ঘটনাস্থলে আসার আগে বেশ কয়েকবার হরণ দিচ্ছিলো। কিন্তু ওই ব্যাক্তি রেললাইন থেকে না সরে যাওয়ার কারণে এবং হেটে যাওয়ার সময় ট্রেনের নীচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার দেহথেকে মাথা আলাদা এবং শরীরের হাত-পা খন্ড বিখন্ড হয়ে যায়। এই ঘটনার পর উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয়রা আরো জানান ওই ব্যাক্তির সাথে একটি মোবাইল ফোন ছিলো এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য বললেও ওই ব্যাক্তি সরেননি। অনেকের ধারণা লোকটি হয়তবা আত্মহত্যা করেছেন। তার সাথে একটি মোবাইল ফোন ছিলো।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম জানান, ওই ব্যাক্তির মোবাইল ফোনের সূত্রধরে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। তার স্ত্রী থানায় এসে অজ্ঞান হয়ে পড়েছে। মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় আনা হয়েছে। তার অজ্ঞান হওয়া স্ত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।