সোমবার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

  • আপডেট: ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
  • ৩২

মো. মহিউদ্দিন আল আজাদ:

পরিষদ নির্বাচন (আজ) সোমবার ১৩ জানুয়ারি সোমবার। নির্বাচনের প্রস্তুতি হিসেবে রোববার সকাল থেকেই উপজেলার ৩১টি নির্বাচনী কেন্দ্রের ২শ’ কক্ষের ইভিএম পদ্ধতির সকল সরঞ্জামাদি নেয়া হয়েছে।

প্রত্যেক কেন্দ্রের ইভিএম মেশনি ও প্রয়োজনীয় কাগজপত্র, পুলিশ ও আনসার সদস্যরা এসব সরঞ্চামাদির সাথে নিরাপত্তার জন্য রয়েছে। রোববার বিকেল থেকেই কেন্দ্রগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। মেঘনার পশ্চিম পাড়ে রয়েছে ৯টি ভোট কেন্দ্র। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ভোটার সংখ্যা ৮০ হাজার ২৩৪জন। পুরুষ ভোটার ৪১হাজার ৪১৭ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৮১৭জন। শনিবার দিনগত রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়েছে।

হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, এই প্রথম ইভিএম পদ্ধতিতে এই উপজেলা নির্বাচন। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা গত ১১ জানুয়ারি মক ভোটিং করেছি। পুরো নির্বাচনী নিরাপত্তার জন্য ইতোমধ্যে উপজেলা সদরে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কাজে মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

১২.০১.২০২০

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সোমবার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট: ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০

মো. মহিউদ্দিন আল আজাদ:

পরিষদ নির্বাচন (আজ) সোমবার ১৩ জানুয়ারি সোমবার। নির্বাচনের প্রস্তুতি হিসেবে রোববার সকাল থেকেই উপজেলার ৩১টি নির্বাচনী কেন্দ্রের ২শ’ কক্ষের ইভিএম পদ্ধতির সকল সরঞ্জামাদি নেয়া হয়েছে।

প্রত্যেক কেন্দ্রের ইভিএম মেশনি ও প্রয়োজনীয় কাগজপত্র, পুলিশ ও আনসার সদস্যরা এসব সরঞ্চামাদির সাথে নিরাপত্তার জন্য রয়েছে। রোববার বিকেল থেকেই কেন্দ্রগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। মেঘনার পশ্চিম পাড়ে রয়েছে ৯টি ভোট কেন্দ্র। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ভোটার সংখ্যা ৮০ হাজার ২৩৪জন। পুরুষ ভোটার ৪১হাজার ৪১৭ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৮১৭জন। শনিবার দিনগত রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়েছে।

হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, এই প্রথম ইভিএম পদ্ধতিতে এই উপজেলা নির্বাচন। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা গত ১১ জানুয়ারি মক ভোটিং করেছি। পুরো নির্বাচনী নিরাপত্তার জন্য ইতোমধ্যে উপজেলা সদরে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কাজে মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

১২.০১.২০২০