স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে শোভাযাত্রায় তারা অংশ গ্রহণ করেন।
এ সময় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, সাবেক সভাপতি কালাম পাটওয়ারী, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকির পাটওয়ারী, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারীসহ রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।