নিজস্ব প্রতিনিধি॥
ফেব্রুয়ারীর শেষের দিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক ঠাক থাকলে মার্চে অনুষ্ঠিত হতে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। প্রথম বারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এমন তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিস।
এপ্রিলে শেষ হবে চাঁদপুর পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। তারই ধারাবাহিকতায় চাঁদপুর পৌরসভার নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান জানান, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে এপ্রিলে যেহেতু চাঁদপুর পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে সেহেতু ফেব্রুয়ারির শেষের দিকে তফসিল ঘোষণা হতে পারে। চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর পৌর বাসীর জন্য ইভিএম মেশিনে ভোট গ্রহণ নতুন অভিজ্ঞতা। কিছুদিন পরে অনুষ্ঠিত হবে চাঁদপুর হাইমচর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। এই নির্বাচনটি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ হাজার ইভিএম মেশিন চাঁদপুর জেলা নির্বাচন অফিসে মজুদ রয়েছে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে একাধিক প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া চাওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী পদে বর্তমান মেয়র সহ একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যায়নি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই নিয়ে রয়েছে ধ্রুম্রজাল।
তবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের চাঁদপুর পৌরসভা নির্বাচন। এমনটাই আশাবাদী জেলা নির্বাচন অফিসের।
ফেব্রুয়ারীতে তফসিল ঘোষণা হলে চাঁদপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহন মার্চের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভোটারদের মাঝে চলছে চুলছেড়া বিশ্লেষন। কে হচ্ছেন স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি ও পৌর পিতা এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নতুন পুরনো মুখ মিলে প্রায় ৬০ থেকে ৭০ জন প্রার্থীর পদচারনা রয়েছে। প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে এসব প্রার্থীরা অনেক আগে থেকেই ভোটারদের কাছে দোয়া চাওয়া শুরু করে দিয়েছে।
এদিকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের ৩ প্রার্থীর নাম শোনা গেছে। বর্তমান মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও তরুণ মুখ জিল্লুর রহমান জুয়েল। তবে বিএনপি’র কোন প্রার্থীকে এখনো মাঠে দেখা যায়নি।
বিভিন্ন সূত্রে জানা গেছে বিএনপির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের নাম বিভিন্ন মুখে শোনা যাচ্ছে।
সব মিলিয়ে মার্চের শুরু থেকে চাঁদপুর পৌর এলাকায় থাকবে নির্বাচনী আমেজ।
এর পূর্বে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর পর ২০১৫ সালের ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নাছির উদ্দিন আহমেদ মেয়র নির্বাচিত হন।