অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা সন্দেভাজন সেই ব্যক্তিকে শনাক্ত করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
গ্রেফতার ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দেখানোর পর তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন-কাশেম।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে আটকের পর ওই ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে র্যাব। আটককৃত ব্যক্তি পেশায় একজন অটোচালক বলে জানা গেছে।
এসময় গ্রেফতার যুবকের কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোন, চার্জার ও ব্যাগ পাওয়া গেছে। বুধবার দুপুরের পর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।