স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় আজ ৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চস্থ হবে। নাটকটি রচনা ও নির্দেশনায় মোঃ হানিফ।
যে ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা নিয়ে যাত্রা, চলচ্চিত্র ও মঞ্চে নাটক মঞ্চায়িত হয়েছে। তারই ধারাবাহিকতায় ইতিহাস ধর্মী নবাব সিরাজউদ্দৌলা বিজয় মেলা মঞ্চে এই প্রথম মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর। নাটকের নির্দেশক মোঃ হানিফের অক্লান্ত পরিশ্রমে নাটকটির মহড়া থেকে শুরু করে মঞ্চায়ন পর্যন্ত যারা মঞ্চশিল্পী হিসেবে কাজ করেছেন, এরা হচ্ছেন : খাজা আহমেদ (হেলাল সুখ), জসীম মেহেদী, দীপক ভট্টাচার্য, আব্দুল কুদ্দুস রোকন, মেহেদী হাসান, রুনা আক্তার আশা, শাহনাজ, হৃদয়, নূরে আলম চৌধুরী। সার্বিক সহযোগিতায় রয়েছেন অনন্যার সাধারণ সম্পাদক মৃণাল সরকার। এছাড়া সহযোগিতায় আছেন : রাইসা ফারহানা, মাস্টার খোকন