হাজীগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • ৪৩

মোহাম্মদ হাবীব উল্যাহ:
হাজীগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় মো. রফিকুল ইসলাম পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জানাযা শেষে জয়শরা পাটওয়ারী বাড়ীতে তার দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে একই দিন সকাল ৯টায় সেন্দ্রা দক্ষিণ বাজারে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। নিহত মো. রফিকুল ইসলাম উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের পাটওয়ারীর মৃত সেকান্দর আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মো. রফিকুল ইসলাম হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা দক্ষিণ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

হাজীগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট: ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ:
হাজীগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় মো. রফিকুল ইসলাম পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জানাযা শেষে জয়শরা পাটওয়ারী বাড়ীতে তার দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে একই দিন সকাল ৯টায় সেন্দ্রা দক্ষিণ বাজারে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। নিহত মো. রফিকুল ইসলাম উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের পাটওয়ারীর মৃত সেকান্দর আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মো. রফিকুল ইসলাম হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা দক্ষিণ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।