ঝিনাইদহ শহরজুড়েই তীব্র শীতে ফুটপাতের দোকানগুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভীড়

  • আপডেট: ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ২৬

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শীতের পোশাক কিনতে বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে ফুটপাত জুড়ে নতুন ও পুরাতন গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতসহ দোকানগুলোতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষেরা। মধ্যবিত্ত ও উচ্চ বিত্তবান মানুষ দামি পোশাক কিনলেও সাধারণ খেটে খাওয়া মানুষ শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানে।

শপিং মল ও মার্কেটের দোকানগুলোর চেয়ে কম দামে শীতের পোশাক বিক্রি হচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। এ সব দোকানে পুরুষের তুলনায় মহিলা খরিদ্দারের সংখ্যা বেশী। পুরাতন কাপড়ের মধ্যে সোয়েটার, জ্যাকেট, কম্বল, গরম টুপি, ছোট ও বড়দের বিভিন্ন ডিজাইনের শীতের পোষাক বিক্রি হচ্ছে ধুমছে। দামও খুব সাধ্যের মধ্যে। বিভিন্ন ধরনের জ্যাকেট ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

এছাড়াও বিভিন্ন মোটা গেঞ্জি, সোয়েটার পাওয়া যায় ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যেই। ফুটপাতের বিক্রেতারা জানায় আমরা প্রতি কাপড়ে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত লাভ করে থাকি। রবিবার সরেজমিন পরিদর্শনে ফুটপাতে শীতের কাপড় বিক্রেতা শাহ আলম জানান, কোনো দিন ৪ হাজার টাকা থেকে দিন ৫ হাজার টাকার মতো শীতের কাপড় বিক্রি হয়। শীত বাড়তে শুরু করেছে ক্রেতাদেরও ভিড় বেড়েছে। আরো যত শীত বাড়বে বিক্রিও তত বাড়বে বলে জানান। আগের চেয়ে শীত বৃদ্ধির কারণে আমাদের ব্যবসা বেশ ভালোই হচ্ছে।

ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর আরাপপুর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাইপাশের মাথায়, হামদহ, মুজিব চত্ত্বর সহ চাকলাপাড়া রাস্তার দু’ধারে দোকানের সামনে ফুটপাতের এসব ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসাটা এখন একটু ভাল। গত কয়েকদিনে এই ব্যবসায় প্রাণ ফিরে পেয়েছে বিক্রিও ভাল। একই সাথে চাহিদার কারণে কিছুটা দামও ভালো পাওয়া যাচ্ছে। একশত টাকা থেকে তিনশত টাকা পর্যন্ত দরের শীতের পুরান পোশাক আমরা বিক্রি করি।

দিঘারপাড় থেকে সন্তানের জন্য কাপড় কিনতে আসা ক্রেতা আব্দুল কুদ্দুস জানান, আমরা গরিব মানুষ, দাম কম হওয়ায় ফুটপাত থেকে পোশাক কিনি। পোশাকগুলোর মান খুব একটা খারাপও না। শপিং মলের দোকানগুলোতে দাম অনেক বেশী তাই আমাদের মত গরিব মানুষের জন্য ফুটপাতের দোকানগুলোই ভালো। বাজার রোডের দশতলা মার্কেটের সামনে ফুটপাতে শীতের কাপড় বিক্রেতারা জানান, তার ক্রেতাদের মধ্যে বেশির ভাগই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমাদের দোকানে কম দামের মধ্যে শিশুদের কাপড়ের চাহিদা বেশি। আমার দেকানে শিশুদের গরম কাপড় বেশি বিক্রি হচ্ছে।

লিটন ফার্ম্মেসীর সামনে এক নারী ক্রেতা জানান, ছেলে-মেয়েদে জন্য শীতের পোশাক কিনতে আসছি এ বছর শীত একটু বেশি তাই শীতের পোশাক কেনাকাটার এতো ভিড়। বিশেষ করে শিশুদের দিকটা আলাদা তাদের জন্য দেখেশুনে ভালো শীতের পোশাক কিনতে হয়। ফুটপাতের দোকানগুলোতে শীতের অনেক ভালো পোশাক পাওয়া যায়। দামের দিক দিয়েও মোটামুটি কম। শপিং মলের দোকানগুলোর থেকে ফুটপতে সস্তায় ভালো মানের পোশাক পাওয়া যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ঝিনাইদহ শহরজুড়েই তীব্র শীতে ফুটপাতের দোকানগুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভীড়

আপডেট: ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শীতের পোশাক কিনতে বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে ফুটপাত জুড়ে নতুন ও পুরাতন গরম কাপড়ের দোকানে উপচেপড়া ভীড় চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতসহ দোকানগুলোতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষেরা। মধ্যবিত্ত ও উচ্চ বিত্তবান মানুষ দামি পোশাক কিনলেও সাধারণ খেটে খাওয়া মানুষ শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানে।

শপিং মল ও মার্কেটের দোকানগুলোর চেয়ে কম দামে শীতের পোশাক বিক্রি হচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। এ সব দোকানে পুরুষের তুলনায় মহিলা খরিদ্দারের সংখ্যা বেশী। পুরাতন কাপড়ের মধ্যে সোয়েটার, জ্যাকেট, কম্বল, গরম টুপি, ছোট ও বড়দের বিভিন্ন ডিজাইনের শীতের পোষাক বিক্রি হচ্ছে ধুমছে। দামও খুব সাধ্যের মধ্যে। বিভিন্ন ধরনের জ্যাকেট ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

এছাড়াও বিভিন্ন মোটা গেঞ্জি, সোয়েটার পাওয়া যায় ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যেই। ফুটপাতের বিক্রেতারা জানায় আমরা প্রতি কাপড়ে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত লাভ করে থাকি। রবিবার সরেজমিন পরিদর্শনে ফুটপাতে শীতের কাপড় বিক্রেতা শাহ আলম জানান, কোনো দিন ৪ হাজার টাকা থেকে দিন ৫ হাজার টাকার মতো শীতের কাপড় বিক্রি হয়। শীত বাড়তে শুরু করেছে ক্রেতাদেরও ভিড় বেড়েছে। আরো যত শীত বাড়বে বিক্রিও তত বাড়বে বলে জানান। আগের চেয়ে শীত বৃদ্ধির কারণে আমাদের ব্যবসা বেশ ভালোই হচ্ছে।

ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর আরাপপুর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাইপাশের মাথায়, হামদহ, মুজিব চত্ত্বর সহ চাকলাপাড়া রাস্তার দু’ধারে দোকানের সামনে ফুটপাতের এসব ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসাটা এখন একটু ভাল। গত কয়েকদিনে এই ব্যবসায় প্রাণ ফিরে পেয়েছে বিক্রিও ভাল। একই সাথে চাহিদার কারণে কিছুটা দামও ভালো পাওয়া যাচ্ছে। একশত টাকা থেকে তিনশত টাকা পর্যন্ত দরের শীতের পুরান পোশাক আমরা বিক্রি করি।

দিঘারপাড় থেকে সন্তানের জন্য কাপড় কিনতে আসা ক্রেতা আব্দুল কুদ্দুস জানান, আমরা গরিব মানুষ, দাম কম হওয়ায় ফুটপাত থেকে পোশাক কিনি। পোশাকগুলোর মান খুব একটা খারাপও না। শপিং মলের দোকানগুলোতে দাম অনেক বেশী তাই আমাদের মত গরিব মানুষের জন্য ফুটপাতের দোকানগুলোই ভালো। বাজার রোডের দশতলা মার্কেটের সামনে ফুটপাতে শীতের কাপড় বিক্রেতারা জানান, তার ক্রেতাদের মধ্যে বেশির ভাগই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমাদের দোকানে কম দামের মধ্যে শিশুদের কাপড়ের চাহিদা বেশি। আমার দেকানে শিশুদের গরম কাপড় বেশি বিক্রি হচ্ছে।

লিটন ফার্ম্মেসীর সামনে এক নারী ক্রেতা জানান, ছেলে-মেয়েদে জন্য শীতের পোশাক কিনতে আসছি এ বছর শীত একটু বেশি তাই শীতের পোশাক কেনাকাটার এতো ভিড়। বিশেষ করে শিশুদের দিকটা আলাদা তাদের জন্য দেখেশুনে ভালো শীতের পোশাক কিনতে হয়। ফুটপাতের দোকানগুলোতে শীতের অনেক ভালো পোশাক পাওয়া যায়। দামের দিক দিয়েও মোটামুটি কম। শপিং মলের দোকানগুলোর থেকে ফুটপতে সস্তায় ভালো মানের পোশাক পাওয়া যায়।