নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে কার্যকর ও জাবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)”প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমূহের সক্রিয়করণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে ২৪ ডিসেম্বর সকালে চাঁদপুর সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটি কর্যকর করতে হবে এর মাধ্যমে জনগনের অংশগ্রহণ বদ্ধি পারে এবং জনপ্রতিনিধিদের সাথে সু সম্পর্ক তৈরী হবে। সকলকে সুন্দরভাবে ইএএলজি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাই এই স্থানীয় সরকার কার্যক্রম এগিয়ে নেবেন।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে ইএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। তথ্য অবহিত করার ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
ইএএলজি”প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক,এলএসপি-৩এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ ।
সভায় ইএএলজি প্রকল্পভুক্ত চাঁদপুর জেলার ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব অংশগ্রহণ করেন।