ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থী মোতালেব গরুতর আহত

  • আপডেট: ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ৬১

হাইমচার, ২৩ ডিসেম্বর, সোমবার:

চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী ও তার সমর্থকদের হামলায় রক্তাক্ত জখম হয়েছে অপর চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেন জমাদারসহ কমপক্ষে ২০জন। গুরুতর আহত অবস্থায় মোতালেব জমাদার বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় মোতালেব জমাদার গণসংযোগ করতে গেলে হামলার শিকার হন।

হামলার শিকার আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার এবং তার স্বজনরা সাংবাদিকদেরকে বলেন, প্রতীক বরাদ্দের পর বিকেলে উপজেলার তেলিরমোড় মন্দিরের সামনে গণসংযোগ করতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী প্রথমে নিজে লাঠি দিয়ে গাড়ীতে থাকা মোতালেব জমাদারকে পিটুনি দেয়। পরে পাশথেকে একটি হাতুড়ি এনে পিটিয়ে তার বাম হাত বেঙে দেয়। একই সময় নুর হোসেনের কর্মীরা আনারস মার্কার কর্মীদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থী মোতালেব গরুতর আহত

আপডেট: ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

হাইমচার, ২৩ ডিসেম্বর, সোমবার:

চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী ও তার সমর্থকদের হামলায় রক্তাক্ত জখম হয়েছে অপর চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেন জমাদারসহ কমপক্ষে ২০জন। গুরুতর আহত অবস্থায় মোতালেব জমাদার বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় মোতালেব জমাদার গণসংযোগ করতে গেলে হামলার শিকার হন।

হামলার শিকার আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার এবং তার স্বজনরা সাংবাদিকদেরকে বলেন, প্রতীক বরাদ্দের পর বিকেলে উপজেলার তেলিরমোড় মন্দিরের সামনে গণসংযোগ করতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী প্রথমে নিজে লাঠি দিয়ে গাড়ীতে থাকা মোতালেব জমাদারকে পিটুনি দেয়। পরে পাশথেকে একটি হাতুড়ি এনে পিটিয়ে তার বাম হাত বেঙে দেয়। একই সময় নুর হোসেনের কর্মীরা আনারস মার্কার কর্মীদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।