অনলাইন ডেস্ক:
প্রবণ্ড শীত উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট বাজার এলাকার খোলা মাঠে মাওলানা আজহারীর ওয়াজ ও মাহফিলে লাখো মানুষের ঢল নেমেছে।
সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। এরই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে হঠাৎ করেই নেমে গেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষের। এমন কুয়াশাচ্ছন্ন বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খোলা মাঠে জড়ো হন লাখো মানুষ। সবার উদ্দেশ্য জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল শোনা।
পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট বাজার এলাকার খোলা মাঠে মাওলানা আজহারীর ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়। আব্দুল্লাহ হজ কাফেলার পরিচালক মো. আবুল কালাম এ মাহফিলের আয়োজন করেন।
থানাঘাট বাজার এলাকায় মাওলানা আজহারী ওয়াজ করতে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে হাজার হাজার মানুষ মাহফিলে আসতে শুরু করেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় থানাঘাট বাজার এলাকার খোলা মাঠ। জোহরের নামাজের পর শুরু হয় ওয়াজ। শেষ হয় আসরের নামাজের পর।