নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী’ মহান বিজয় দিবস উপলক্ষ্যে পথ শিশুদের নিয়ে ব্যতিক্রম আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের বড় স্টেশন মোলহেডে বিজয় দিবস উপলক্ষ্যে সংগঠনটি পথশিশুদের অংশগ্রহনে নাচ, গান, কবিতা, হা-ডু-ডু খেলার আয়োজন করে।
এসব প্রতিযোগিতা শেষে অংশগ্রহনকারী বিজয়ী পথ শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যাতিক্রমী এই আয়োজন উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া যোগায়। তাদের এই আয়োজনের মুহুর্তটি ওই এলাকায় একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহনারী পথ শিশুরাও এই ধরনের আয়োজনে আনন্দ উল্লাসে মেতে উঠে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম.আর ইসলাম বাবু, অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আল-মামুন, চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক রফিকুজ্জামান রণি, অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাস মোহনা.কম’ এর সহ-সম্পাদক ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার শাহরিয়া পলাশ, সাংবাদিক ও কবি মো. কবির হোসেন মিজি, কবি রাহিমা বেগম প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ‘আলোর দিশারী’ স্কুলের শিক্ষক ফারিয়া, সাজিদ, পুজা, দৃষ্টান্ত, মাধুরি, মীম ও বাপ্পি।