হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট: ০৫:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • ১৫

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় কলেজ শিক্ষক-ছাত্র মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশাত্মবোধক গান, নজরুল ও রবিন্দ্র সংগিত, ছড়া ও কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, নৃত্য এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন, মো. শাহজামাল, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. সেলিম, শিক্ষকদের পক্ষে সহকারি অধ্যাপক মো. সেলিম মিয়া, আনিছুর রহমান, জাহাঙ্গীর হোসেন, প্রদীপ কুমার দাস।

মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানের আহবায়ক, সহকারি অধ্যাপক মাকছুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারি অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারি অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী যোবায়ের আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্পিতা সাহা। বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট: ০৫:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় কলেজ শিক্ষক-ছাত্র মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশাত্মবোধক গান, নজরুল ও রবিন্দ্র সংগিত, ছড়া ও কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, নৃত্য এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন, মো. শাহজামাল, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. সেলিম, শিক্ষকদের পক্ষে সহকারি অধ্যাপক মো. সেলিম মিয়া, আনিছুর রহমান, জাহাঙ্গীর হোসেন, প্রদীপ কুমার দাস।

মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানের আহবায়ক, সহকারি অধ্যাপক মাকছুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারি অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারি অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী যোবায়ের আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্পিতা সাহা। বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা।