হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপডেট: ০১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ২২

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মো. দেলোয়ার হোসেন, হাজী মো. কবির হোসেন ও মুরাদ হোসেন মিরনসহ ৩ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

আগামি ১৫ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ ডিসেম্বর (রোববার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামি ১৩ জানুয়ারী (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান। গত ২৫ সেপ্টেম্বর ওই ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল হৃদরোগ জনিত কারনে মৃত্যুবরণ করেন।

শপথ গ্রহণের পর মাত্র এক মাসের মাথায় কাজী দুলাল মারা যান। যার ফলে এই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত ৩১ মার্চ কাউন্সিলর মো. আবুল কাশেম সর্দার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে ২৯ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে কাজী দুলাল বিজয়ী হন।

Tag :
সর্বাধিক পঠিত

অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট: ০১:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মো. দেলোয়ার হোসেন, হাজী মো. কবির হোসেন ও মুরাদ হোসেন মিরনসহ ৩ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

আগামি ১৫ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ ডিসেম্বর (রোববার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামি ১৩ জানুয়ারী (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান। গত ২৫ সেপ্টেম্বর ওই ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল হৃদরোগ জনিত কারনে মৃত্যুবরণ করেন।

শপথ গ্রহণের পর মাত্র এক মাসের মাথায় কাজী দুলাল মারা যান। যার ফলে এই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত ৩১ মার্চ কাউন্সিলর মো. আবুল কাশেম সর্দার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে ২৯ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে কাজী দুলাল বিজয়ী হন।