সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক আল মাহমুদ লিটুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত স্থেহভাজন, সাবেক ছাত্রনেতা, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন আহম্মেদ পলাশ পাটওয়ারী, ১নং ওয়ার্ডের সভাপতি মো সেলিম মিজি,সাধারন সম্পাদক মো মনির পাটওয়ারী, ২নং ওয়ার্ডের সভাপতি, মো আবু সাঈদ বেপারি,সাধারন সম্পাদক অলি আহাম্মদ মুন্সি, ৩নং ওয়ার্ডের সভাপতি মো হাবিবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মো কবির খান,৪নং ওয়ার্ডের সভাপতি মো বাচ্চু তালুকদার, সাধারন সম্পাদক মো জসিম খান,৫ নং ওয়ার্ডের সভাপতি মো মহসিন প্রধানীয়া, সাধারন সম্পাদক মো আবদুল খালেক খান,৬নং ওয়ার্ডের সভাপতি মো শফিকুর রহমান পাটওয়ারী,সাধারন সম্পাদক মো হোসেন আহম্মদ দুলাল, ৭নং ওয়ার্ডের সভাপতি মো ফজলুল হক মিজি, সাধারন সম্পাদকমো মনির হাজী, ৮নং ওয়ার্ডের সভাপতি মো লিয়াকত আলী খান,সাধারন সম্পদক বিশু মজুমদার,৯ নং ওয়ার্ডের সভাপতি মো খোরশেদ আলম, ইউনিয়ন যু্বলীগের সাধারন সম্পাদক মহসিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জসিম প্রমুখ।