চাঁদপুর, ৮ ডিসেম্বর, রবিবার:
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেনের পরিচালনায় আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।