শরীফুল ইসলাম:
চাঁদপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজীর (৪০) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুট্রু নামের এক সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় শহরের হাকিম প্লাজা মার্কেট এর সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান গাজীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এসময় খবর শুনে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মডেল থানার ওসি নাসিম উদ্দিন দ্রুত সদর হাসপাতালে ছুটে আসেন।
আহত শফিক গাজীকে দেখার জন্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, সদর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকতার আহমেদ মিজি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ শরীফ আহমেদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হাসপাতালে আসেন।
আহত সফিক গাজী অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে জানায়, চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে তার সহযোগী মেম্বার হোসেনের নেতৃত্বে ১০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। সন্ত্রাসী হোসেন এর পূর্বে তার দলবল নিয়ে বেশ কয়েকবার হামলা চালানোর জন্য চেষ্টা চালায়। অবশেষে হাকিম প্লাজার সামনে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন।
চাঁদপুর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর যারা হামলা করেছে এদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।