শরীফূল ইসলাম:
১৯৯০ সালের ৩রা ডিসেম্বর বুলেটের আঘাতে চাঁদপুরের মেধাবী ছাত্র নেতা রাজু নিহত হন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে ২৯ তম মৃত্যুবার্ষিকীতে শহীদ রাজুর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। প্রথম শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এরপর চাঁদপুর সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান বেলাল আহমেদ। পরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শহীদ রাজু স্মৃতি সংসদের সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, সহ-সভাপতি ফেরদাউস মোর্শেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলী হোসেন মজুমদার, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, মো. জহির উদ্দিন মিয়াজী, চাঁদপুর সরকারি কলেজের সিনিয়র সহ-সভাপতি মাসুল উল আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, দপ্তর সম্পাদক তানজিল রেজা রনিসহ যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ রাজুর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।