চাঁদপুর, ০৩ ডিসেম্বর, মঙ্গলবার:
চাঁদপুর মাসব্যাপী মৃক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৯ এর চুড়ান্ত প্রস্তুতি সভা বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উপদেষ্টা মন্ডলীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অাবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ অামাদের অস্তিত্বের ব্যাপার, এটা অামাদের সকলের প্রাণের উৎসব। অামরা চাই মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে । এ উৎসব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো সাথে অাপোষ নেই। যারা অাপোষ করে তাদের অামাদের প্রয়োজন নেই। আমাদের উদ্দেশ্য বিজয় মেলাকে এগিয়ে নেওয়া।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান এ্যাডভোকেট বদিউজ্জামান কিরনের সভাপতিত্বে ও মহাসচিব হারুন অাল রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বাধীনতা পদকে ভূষিত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদার, ভাইচ চেয়ারম্যান তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ পাটওয়ারী, ভাইস চেয়ারেম্যান অজিত সাহা, স্টিয়ারিং কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, এ্যাডভোকেট সাইফুল ইসলাম বাবু, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের অাহবায়ক ইয়াহিয়া কিরন, সাহিত্য পরিষদের অাহবায়ক ডাঃ পিযূষ কান্তি বড়ুয়া, নাট্য পরিষদের গোবিন্দ মন্ডল, মিডিয়া পরিষদের সদস্য সচিব কে এম মাসুদ, প্রচার পরিষদের সদস্য সচিব শেখনঅাল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব কৃষ্ণা সাহা, মাঠ ও মঞ্চ পরিষদের সদস্য সচিব মানিক দাস, স্মৃতি সংরক্ষণ পরিষদের অাহবায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়, নাট্য পরিষদের সদস্য সচিব এম অার ইসলাম বাবু, সাহিত্য পরিষদের সদস্য রাজন চন্দ্র দে প্রমূখ।