বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০১৯ উপলক্ষ্যে চাঁদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চাঁদপুর জেলার সহযোগী সংস্থা সমূহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনেক সংগঠন ছোট কাজ করলেও ভালভাবে প্রচার করেন। সরকার বিনা ফিতে চাঁদপুর টেকনিক্যাল স্কুলে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে। এখানে এখন মেয়েরাও প্রশিক্ষণ নিচ্ছে। মেয়েদের সাথে আমি কথা বলে দেখেছি। বেশীর ভাগ মেয়েরাই শিক্ষিত। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্যে কাজের আগ্রহটা অনেক বেশী। তারা সমাজের সেবামূলক অনেক কাজের সাথে জড়িত।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুর সদরে এনজিওগুলোর কার্যক্রম তেমন চোখে পড়ে না। তবে কচুয়া উপজেলার এনজিওগুলোর কার্যক্রম অনেক ভালো। তিনি এনজিওগুলো মানষের সেবায় আরো এগিয়ে আসতে বলেন।
এনজিও ফাউন্ডেশন চাঁদপুরে সভাপতি রেজ্জাকুল হায়দার সভাপতিত্বে ও নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব মোহাম্মদ শওকত ওসমান।
তিনি বক্তব্যে বলেন, ২০৩০ সালকে সামনে রেখে কাজ করবেন স্বল্প মেয়াদী। তবে যেই কাজটি করবেন সেটি খুব ভালোভাবে করবেন। যাতে করে সরকারের উন্নয়ন ফুটে উঠে। আপনাদের নিয়মিত কাজের পাশাপাশি দেশে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে পরিকল্পনা করতে পারেন। তাদেরকে বিকল্প কর্মসংস্থানের দিকে নিতে পারলে ভিক্ষুক এর সংখ্যা কমে আসবে।
উপস্থিত ছিলেন ব্র্যাক এর চাঁদপুরের এলসি ল’ ইয়ার কামাল উদ্দিন, ব্রাঞ্চ ডেপুটি কো-অটিনেটর মো. জিয়াউর রহমান, দিশার ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ার হোসেন, ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন, এএফডিও’র ম্যানেজার মো. খোরশেদ আলম, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মীরা রানী দাস, দি গুড আর্থ এর কো-অডিনেটর সাইফুল ইসলাম, বাংলাদেশ শেল্টার এর নির্বাহী পচিলাক মো. মিজানুর রহমান, সুপার ভাইজর শোহরাব হোসেন ও সুজন মিজি, স্বদেশ উন্নয়ন সংসদের নির্বাহী পরিচালক শামছুল আলম, সিএসইডিও এর নির্বাহী পরিচালক মো.নুরুল আমিন, ‘সল’ এর নির্বাহী পরিচালক মো. সেলিম রেজা, চরভৈরবী সমাজ কল্যাণ যুব সংঘ সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ভূঁইয়া, লক্ষ্মী সোসাইটির পরিচালক আবজাল হোসেন প্রমূখ।