অনলাইন ডেস্ক:
স্ব-কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে ৩০০ রানের গণ্ডি ছুঁলেন তিনি।
এর আগে এ মাঠে সর্বোচ্চ ২৯৯* রানের ইনিংস খেলেন ব্র্যাডম্যান। এটাই এ ভেন্যুতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রান হাঁকান তিনি।
সেই কীর্তি টপকে গেছেন ওয়ার্নার। তিনি ৩০০ রান ছুঁতেই গ্যালারি হাততালিতে ফেটে পড়ে। তবে ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানাতে ভুলেননি অজি বাঁহাতি ওপেনার। মাথা নিচু করে স্পেশাল সেলিব্রেশনে স্বদেশী মহানায়ককে শ্রদ্ধা জানান তিনি।
ওয়ার্নার ৫১৯ মিনিট ক্রিজে থেকে ৩৮৯ বল খেলে ৩৭ চারে ৩০০ রানে পৌঁছেন। তার কীর্তিতে চোখে পানি আসে স্ত্রী ক্যান্ডিসের।
সাম্প্রতিক সময়ে ওয়ার্নারকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর নিষিদ্ধ হন তিনি। নির্বাসন কাটিয়ে দেশের জার্সি গায়ে চাপিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেন বিস্ফোরক ব্যাটসম্যান।
বিশ্বকাপ ও সীমিত ওভারে ভালো রান পান ওয়ার্নার। তবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে রান বন্যা বয়াতে পারেননি তিনি। এবার ঘরের মাঠে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরির পর ওভালে ৩০০ হাঁকান ৩৩ বছর বয়সী ক্রিকেটার। স্বামীর সেই কীর্তি দেখে গ্যালারিতে রোদচশমার আড়ালে কেঁদে ফেলেন স্ত্রী ক্যান্ডিশ।
শনিবার টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেন ওয়ার্নার। এর আগে ২৭৮ বলে ইনিংসে ৩০০ রান করেন ভারতের সাবেক বিধ্বংসী ব্যাটার বীরেন্দ্র শেবাগ। সাবেক অজি মারকুটে রানমেশিন ম্যাথু হেইডেন ৩৬২ বলে ৩০০ করেন। ৩৬৪ বলে ত্রিশতক করার নজির আছে শেবাগের। আর এদিন ৩৮৯ বল খেলে ব্যক্তিগত ৩০০ রানের ঘর স্পর্শ করেন ওয়ার্নার।
টেস্টে ১ ইনিংসে সর্বোচ্চ ৩৩৪ রান করেন ব্র্যাডম্যান।সেই কীর্তিও টপকে গেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার আরেক লিজেন্ড মার্ক টেলরও টেস্টে সর্বোচ্চ ৩৩৪ রান করেন। তাকেও ছাড়িয়ে গেলেন বাঁহাতি মারকাটারি ব্যাটিং মায়েস্ত্রো।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন ওয়ার্নার। ব্র্যাডম্যান ও মার্ক টেলরের ৩৩৪ রান টপকে গিয়ে এ কৃতিত্ব দেখান তিনি। তবে হেইডেনকে ছাড়াতে পারেননি ৩৩৫ করা ক্যান্ডিসপতি। অজিদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৩৮০ রান করার রেকর্ড ম্যাথুর।