নিজস্ব প্রতিনিধি:
মাত্র ১শ’ ৩ টাকা খরচ করলেই পাওয়া যেতে পারে পুলিশে চাকুরি। এ ১শ’ ৩ টাকার মধ্যে ১শ’ টাকা হলো ব্যাংক চালান এবং ৩ টাকা হলো আবেদন ফরমের মূল্য। যা সম্পূর্ণ সরকারি খরচ। এর বেশি কোনো টাকা যদি কেউ কাউকে দিয়ে পুলিশে চাকুরি নেয়ার চেষ্টা করেন তাহলে তা সম্পূর্ণ ব্যর্থ চেষ্টা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। গত ২ জুন রোববার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশে চাকুরি পেতে লাখ লাখ টাকার প্রয়োজন নেই। সততা, যোগ্যতা, কাজের দক্ষতা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই পুলিশের চাকুরি পাওয়া যাবে। চাঁদপুরে এ পুলিশ নিয়োগ হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দালালমুক্ত। কেউ যদি কোনোভাবে ওই সরকারি খরচের ১শ’ ৩ টাকার চেয়ে বেশি খরচ করে থাকেন বা কোনো দালালের মাধ্যমে লাখ লাখ টাকা খরচ করে চাকুরি পাবার কথা চিন্তা করেন সেই অপচেষ্টা কোনো কাজে আসবে না।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলার অনুকূলে নিয়োগযোগ্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে আগ্রহী প্রার্থীদের বাছাই করা হবে। যা সততা ও নিরপেক্ষতার মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকুরি পাওয়ার সুযোগ করে দেয়া হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে পুলিশে নতুন পদ সংখ্যা পুরুষ ৩৩ জন, নারী ৬ এবং বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ ২৯ জন ও নারী ৫৫ জন নেয়া হবে। যার শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা হবে ২২ জুন সকাল ৯টায়। লিখিত পরীক্ষা হবে ২৩ জুন বিকেল ৩টায়। এ লিখিত পরীক্ষার ফলাফল জানানো ও মৌখিক পরীক্ষা হবে ২৫ জুন সকাল ১০টায়। আর মৌখিক পরীক্ষার ফলাফল ২৬ জুন বিকেল ৫টায় জানানো হবে। এ প্রেস ব্রিফিংকালে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।