বিশেষ প্রতিনিধি ॥
পেঁয়াজ ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পথসভা ও লাল পতাকা মিছিল করা হয়েছে।
শুক্রবার শেষ বিকালে শহরের কালীবাড়ী শপথ চত্ত্বর ও নতুন বাজার মোড়ে এ পথসভা করে। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক।
জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের সভাপতিত্বে এবং জেলা বাসদ এর সদস্য কমরেড নজরুল ইসলামের সঞ্চালনায় এই পথসভায় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সভাপতি কমরেড দিপালী রানী,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চাঁদপুর সদরের আহ্বায়ক আবু তাহের বন্দুকশী।