চাঁদপুর, ২১ নভেম্বর, বৃহস্পতিবার:
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: মাজেদুর রহমান খান বলেছেন, জীবনের সৌন্দর্যকে লালন করার জন্য, তার সৃষ্টিশীলতাকে উৎসবে রূপান্তর করার জন্য নিজের উৎসবের মধ্য দিয়ে সমস্ত জাতি সত্ত্বাকে আনন্দে আপ্লুত হওয়ার জন্য এই ধরণের অনেক উপলক্ষ্যের মধ্যে নবান্ন একটি। এই উৎসবে আমরা প্রাণের উচ্ছ্বাস দেখতে পেরেছি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নবান্ন উৎসব ১৪২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, এই ধরণের আয়োজন চার দেয়ালে নয় বরং চার দেয়ালের বাহিরে করতে হয়। পরবর্তীতে আমরা এই ধরণের উৎসব আমরা প্রাকৃতিক পরিবেশে আয়োজন করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো: মিজানুর রহমান।
তিনি বলেন, নবান্ন উৎসবটি গ্রাম বাংলার মত না হলেও, আমরা এই উৎসবকে গ্রামের উৎসবের মত বুখে ধারণ করলাম। এই উৎসবকে বাঁচিয়ে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই উৎসব যারা আয়োজন করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।