স্টাফ রিপের্টার॥
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন চান্দ্রা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত সস্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ, ভূখন্ড, পতাকা ও সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ কাজ করতে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয় সেজন্য তাকে স্বপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মূল হোতা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে না হয় সেজন্য সংসদে আইন করেন। খালেদা জিয়া রাজাকার গোলাম আজমকে মন্ত্রী করে গাড়ীতে পবিত্র পতাকাকে তুলে দেয়।
তিনি আরো বলেন, সস্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি গতিশীল থাকে। আগামী ২০ ও ২১ ডিসেম্বরের পূর্বে সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার সম্মেলন শেষ করতে হবে। সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামা নাজিম দেওয়ান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী। কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, শিক্ষা ও মানব সস্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকগণ বক্তব্য রাখেন।