গাজী মোঃ মহসিন ॥
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজারস্থ কাশেম খান জামে মসজিদ সংলগ্ন আশিকাটি ভিলেজ একাডেমির প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্র্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় একাডেমিক মাঠে আশিকাটি ভিলেজ একাডেমির অধ্যক্ষ ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন ২১নং পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাজ্জাক পাটোয়ারী, ২২নং কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওঃ আবু ইউছুফ, আশিকাটি চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জাফর আহমেদ খান, ২১নং পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাজী ইসমাইল হোসেন খান ইউসুফ মাষ্টার।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহআলম গাজী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, সওতুল ক্বোরা মাদ্রাসার মুহতামীম মাৗঃ প্রমূখ।
বিদায় অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা কিন্টার গার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক ৪ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়াও সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ২য় শ্রেনীর ছাত্র মাছুম বিল্লাহ।