১০ বছর পর নিজ দেশে টেস্ট খেলায় ফিরছে পাকিস্তান

  • আপডেট: ০৩:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ২৮

ক্রীড়া ডেস্ক:

ডিসেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে শ্রীলংকা ক্রিকেট দল। বৃহস্পতিবার পাকিস্তানের মাঠে টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জাকির খান বলেছেন, পাক ক্রিকেটের জন্য দারুণ খবর। শ্রীলংকা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। শ্রীলংকা বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ।

পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখছে শ্রীলংকা বোর্ড।

এ ব্যাপারে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষে অ্যাশলে ডি সিলভা বলেছেন, এর আগেও সিরিজ নিয়ে কথা হয়েছিল। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অবশেষে দল পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। অবশ্য আমি মনে করি, সব ক্রিকেট খেলিয়ে দেশেরই ঘরের মাঠে ম্যাচ আয়োজন করার অনুমতি পাওয়া উচিত। পাক সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট রয়েছে।

২০০৯ সালের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলংকা টিম বাসের ওপর জঙ্গিহানা হয়েছিল। বেশ কয়েকজন শ্রীলংকান ক্রিকেটার আহত হন। তারপর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

১০ বছর পর নিজ দেশে টেস্ট খেলায় ফিরছে পাকিস্তান

আপডেট: ০৩:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

ক্রীড়া ডেস্ক:

ডিসেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে শ্রীলংকা ক্রিকেট দল। বৃহস্পতিবার পাকিস্তানের মাঠে টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জাকির খান বলেছেন, পাক ক্রিকেটের জন্য দারুণ খবর। শ্রীলংকা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। শ্রীলংকা বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ।

পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখছে শ্রীলংকা বোর্ড।

এ ব্যাপারে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষে অ্যাশলে ডি সিলভা বলেছেন, এর আগেও সিরিজ নিয়ে কথা হয়েছিল। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অবশেষে দল পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। অবশ্য আমি মনে করি, সব ক্রিকেট খেলিয়ে দেশেরই ঘরের মাঠে ম্যাচ আয়োজন করার অনুমতি পাওয়া উচিত। পাক সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট রয়েছে।

২০০৯ সালের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলংকা টিম বাসের ওপর জঙ্গিহানা হয়েছিল। বেশ কয়েকজন শ্রীলংকান ক্রিকেটার আহত হন। তারপর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না।