হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে:উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন

  • আপডেট: ০৫:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
  • ১৭

গাজী মহিনউদ্দিন॥
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণের উপরকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্তকরণ এর আওতায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রচেষ্টায় কালচোঁ উত্তর ইউনিয়নে ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে ৯জন ভিক্ষুককে উপকরণের তুলে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়ার সার্বিক ব্যবস্থাপনায় পুর্নবাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যর রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন। তিনি বলেন, হাজীগঞ্জকে ভিক্ষুক মুক্ত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুঁড়ি নয়। যারা এক সময় বাংলাদেশকে তলা বিহীন ঝুঁড়ি বলেছিল তারা এখন এদেশের উন্নয়ন দেখে ট্রেনিং নিতে আসে। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দারিদ্র ভিক্ষুক মুক্ত করার পরিকল্পনা নিয়েছেন। এখন আর মানুষ খাবারের অভাবে সন্ধার পর ভাতে মাড় তো দূরের কথা ভাত ভিক্ষার করতে দেখা যায় না। আমাদের অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ পরিকল্পনা অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে। উন্নত বিশে^র সাথে পাল্লা দিয়ে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। এদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। সবাইকে কোন কোন আয়ের পথ খুঁজে নিতে হবে। আপনারা যারা ভিক্ষা করেছেন তাদেরকে পর্যায়ক্রমে আয়ের উৎস হিসেবে সহযোগিতা করা হবে। হাজীগঞ্জে কোন ভিক্ষুক থাকবে না। ভিক্ষুক মুক্ত করতে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে।

পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. গোলাম ফারুক মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কামাল মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উল্ল্যাহ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ প্রমুখ।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে বাজার তদারকি অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে:উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন

আপডেট: ০৫:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯

গাজী মহিনউদ্দিন॥
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণের উপরকরণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্তকরণ এর আওতায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রচেষ্টায় কালচোঁ উত্তর ইউনিয়নে ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে ৯জন ভিক্ষুককে উপকরণের তুলে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়ার সার্বিক ব্যবস্থাপনায় পুর্নবাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যর রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন। তিনি বলেন, হাজীগঞ্জকে ভিক্ষুক মুক্ত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুঁড়ি নয়। যারা এক সময় বাংলাদেশকে তলা বিহীন ঝুঁড়ি বলেছিল তারা এখন এদেশের উন্নয়ন দেখে ট্রেনিং নিতে আসে। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দারিদ্র ভিক্ষুক মুক্ত করার পরিকল্পনা নিয়েছেন। এখন আর মানুষ খাবারের অভাবে সন্ধার পর ভাতে মাড় তো দূরের কথা ভাত ভিক্ষার করতে দেখা যায় না। আমাদের অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ পরিকল্পনা অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে। উন্নত বিশে^র সাথে পাল্লা দিয়ে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। এদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। সবাইকে কোন কোন আয়ের পথ খুঁজে নিতে হবে। আপনারা যারা ভিক্ষা করেছেন তাদেরকে পর্যায়ক্রমে আয়ের উৎস হিসেবে সহযোগিতা করা হবে। হাজীগঞ্জে কোন ভিক্ষুক থাকবে না। ভিক্ষুক মুক্ত করতে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে।

পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. গোলাম ফারুক মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কামাল মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উল্ল্যাহ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ প্রমুখ।